নিউজরাজ্য

করোনা আবহে রাজ্যপালের ভূমিকায় অসন্তুষ্ট মমতা, নালিশ করলেন প্রধানমন্ত্রীকে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উচ্চক্ষমতা সম্পন্ন কোভিড-১৯ নমুনা পরীক্ষা করার যন্ত্রের উদ্বোধন করেন এদিন। ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী কলকাতার নাইসেড-এ এই যন্ত্রের উদ্বোধন করেন দিল্লি থেকেই৷ এই যন্ত্রটি প্রতিদিন ৩ হাজার নমুনা পরীক্ষা করতে সক্ষম।৷

Advertisement
Advertisement

করোনা পরিস্থিতির মধ্যে অসহযোগিতা করেনি কেন্দ্র৷ করোনা মোকাবিলায় সহযোগী হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী৷ বেশ কয়েক দফায় কথা বলেছেন তিনি৷ কিন্তু প্রধানমন্ত্রী সহযোগী হলেও সাংবিধানিক পদে থেকে কেউ কেউ বিরক্ত করছে রাজ্যকে, করেছে অসহযোগিতাও। নাম না করে এভাবেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানালেন স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে৷ আইসিএমআর-এর উন্নত প্রযুক্তিসম্পন্ন ল্যাবরেটরি উদ্বোধন উপলক্ষ্যে ভিডিও কনফারেন্সে নাম না করে রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।

Advertisement
Advertisement

এদিন তিনি বলেন, ‘করোনা বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা পেয়েছি আমরা৷ করোনা মোকাবিলায় বেশ কয়েক দফায় কথা বলেছেন তিনি৷ কিন্তু রাজ্যকে বিরক্ত করছে কেউ কেউ৷ সাংবিধানিক পদে থেকে অসহযোগিতা করছেন রাজ্যের কাজে, যা কাম্য নয়৷’ একইসঙ্গে নির্বাচিত সকলকে একসঙ্গে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উচ্চক্ষমতা সম্পন্ন কোভিড-১৯ নমুনা পরীক্ষা করার যন্ত্রের উদ্বোধন করেন এদিন। ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী কলকাতার নাইসেড-এ এই যন্ত্রের উদ্বোধন করেন দিল্লি থেকেই৷ এই যন্ত্রটি প্রতিদিন ৩ হাজার নমুনা পরীক্ষা করতে সক্ষম।৷

Advertisement

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে করোনার সংক্রমণ বেড়ে চলেছে পশ্চিমবঙ্গেরও৷ এর মধ্যেই বাংলায় এই উন্নত ল্যাব গড়ে তোলায় কেন্দ্রকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি এদিন প্রধানমন্ত্রীর কাছে ‘বাংলার বিনামূল্যে করোনা চিকিৎসার’ কথা সারা বিশ্বের কাছে তুলে ধরার আর্জি জানান।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button