Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘রাস্তায় নেমে কোন আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন না মুখ্যমন্ত্রী’

রাজ্যপাল জগদীপ ধঙ্কড়ের সঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেসের সম্পর্ক আদায়-কাঁচকলায়। বিভিন্ন সময়ে রাজ্যের বিরুদ্ধে মুখ খুলে শাসকদলের অস্বস্তি বাড়িয়েছেন রাজ্যপাল। আবার রাজ্যের বিভিন্ন মন্ত্রীর আক্রমণের নিশানাও হয়েছে তিনি। সিএএ ও এনআরসি…

Avatar

রাজ্যপাল জগদীপ ধঙ্কড়ের সঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেসের সম্পর্ক আদায়-কাঁচকলায়। বিভিন্ন সময়ে রাজ্যের বিরুদ্ধে মুখ খুলে শাসকদলের অস্বস্তি বাড়িয়েছেন রাজ্যপাল। আবার রাজ্যের বিভিন্ন মন্ত্রীর আক্রমণের নিশানাও হয়েছে তিনি। সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলন নিয়ে মুখ খুলে আবারও একবার মুখ্যমন্ত্রীর অস্বস্তি বাড়ালেন রাজ্যপাল জগদীপ ধঙ্কড়।

একটি বেসরকারি সংবাদসংস্থায় সাক্ষাৎকার দিতে গিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধঙ্কড় সুনেত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তাঁর ব্যক্তিগত আলাপচারিতা, প্রতিবাদের অধিকার এবং অর্জুনের তীরগুলিতে পারমাণবিক শক্তি সম্পর্কে তাঁর সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে খোলামেলা আলোচনা করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ড্রোন, সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা, প্রজাতন্ত্র দিবসে জোরদার হচ্ছে রাজধানীর সুরক্ষা

এই সাক্ষাৎকারে তিনি জানান, প্রতিবাদ করার অধিকার সবারই রয়েছে। তবে একটি আইনের বিরুদ্ধে আইনসভার সদস্য হয়ে মুখ্যমন্ত্রী কিভাবে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন, সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন,’ আমার বক্তব্য হচ্ছে নির্বাচিত মুখ্যমন্ত্রী সংসদ থেকে প্রকাশিত আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারেন না।’

তবে নির্দিষ্ট পদ্ধতি মেনে যে কেউ প্রতিবাদ করতে পারে বলে জানান তিনি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর ভূমিকা কেমন হওয়া উচিত সে কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রতিবাদ করার অধিকার আমাদের প্রত্যেকের রয়েছে। তবে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে তা করতে পারেন না। ভারতীয় সংবিধান এর জন্য নির্দিষ্ট পদ্ধতির সংস্থান রেখেছে।’ সেই পদ্ধতি মেনেই মুখ্যমন্ত্রীর প্রতিবাদ জানানো উচিত বলে মনে করেন তিনি।

About Author