দিন যত বাড়ছে রাজ্যে তত বাড়ছে করোনা সংক্রমণ। আর এই সংক্রমণ রুখতে রাজ্যে ফের সব কন্টেনমেন্ট জোনে লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে এই করোনা আবহে বারবার করোনা-যোদ্ধাদের নিয়ে মানবিক ভূমিকায় এগিয়ে এসেছেন। বারবার তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। তাঁদেরকে সবরকম সাহায্যের কথাও বলা হয়েছে। এবার আবারও করোনা যোদ্ধাদের নিয়ে মানবিকতার নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, করোনাতে কোনও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারের একজনকে রাজ্যে সরকারি চাকরি দেওয়া হবে। এর পাশাপাশি পরিবারের হাতে ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে। করোনা যোদ্ধাদের পরিবারের কথা ভাবার পাশাপাশি করোনা যোদ্ধাদের সম্মানে দেওয়া হবে মানপত্র ও মেডেল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমুখ্যমন্ত্রী এদিন জানান যে রাজ্যে ইতিমধ্যে ১২ জন সরকারি কর্মীর মৃত্যু হয়েছে। রাজ্য সরকার তাঁদের পরিবারের পাশেও রয়েছে। এদিন বৈঠকে ডাক্তার ও পুলিশের মধ্যে বিতরণ করা হয় মেডেল ও মানপত্র। প্রসঙ্গত, আগে থেকেই করোনা যোদ্ধাদের জন্যে ১০ লক্ষ বিমার ব্যবস্থা ছিল। তিনি আরও বলেন যে সামনে পুজো আসছে। পুজো করতে হবে। কিন্তু এই সময় নোংরা রাজনীতি করতে তিনি বারণ করেছেন। এটা সবার লড়াই। সবাইকে একসাথে লড়ার কথাও তিনি বলেছেন।