প্রথম থেকেই মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে সংঘাত লেগেছিলো। এবার তা আরও জোরালো হলো। মুখ্যমন্ত্রী দীর্ঘ ৫ পাতার চিঠি লিখে পাঠিয়েছেন রাজভবনে। যেখানে রাজ্যপালকে রীতিমতো আক্রমণ করে বলেছেন, “আপনি হয়তো ভুলে গেছেন আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী আর আপনি মনোনীত রাজ্যপাল। আপনার বলার ভঙ্গি, শব্দচয়ন অসাংবিধানিক। আপনার মন্তব্য আমার অফিসকে এবং আমার মন্ত্রীসভাকে অপমান করেছে। আপনি আমার ও মন্ত্রীসভার পরামর্শ অগ্রাহ্য করতে পারেন, কিন্তু আম্বেদকরের কথা অগ্রাহ্য করা আপনার উচিত নয়। আপনি যে রাজ্যের রাজ্যপাল সেই রাজ্যের সরকারের প্রতিই আক্রমণ করাটা আপনার কাজ হয়ে উঠেছে।”
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির মধ্যেই রাজ্য সরকারের প্রতি ক্রমাগত সমালোচনা করে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রেশন থেকে শুরু করে ত্রাণ এছাড়া করোনায় গঠিত অডিট কমিটি নিয়ে বারবার রাজ্যের প্রতি প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে অসহযোগিতা করছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই বিষয়ে বুধবার একটি ট্যুইটও করেন রাজ্যপাল। কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে সংবিধানের মর্ম ব্যাখ্যা করে তিনি বলেন, “গণতন্ত্রে তখনই সাফল্য আসে যখন সংবিধান ঠিকঠাক মেনে চলা হয়। সংবিধানের মতে কেন্দ্র-রাজ্যের সমন্বয় একান্ত জরুরি, দু’পক্ষের ভূমিকাই সমানভাবে গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যেপাধ্যায়ের কাছে আমার আবেদন, রাজ্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করুন।” এরপরই প্রতিক্রিয়া প্রকাশ করে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী এবং তাকে বেশ কড়াভাবে জবাব দেন।