কৌশিক পোল্ল্যে: একের পর এক দুঃসংবাদ যেন বলিউডের নিত্যসঙ্গী হয়ে গিয়েছে। মৃত্যুশোক যেন বারবার জাপটে ধরছে ফিল্মসিটিকে। ক্রমাগত নক্ষত্রপতনে শোক কাটিয়ে ওঠার অবসরটুকু পাচ্ছেন না কেউই। এরই মাঝে আরও এক মৃত্যুসংবাদ। চলে গেলেন আমির খানের ঘনিষ্ঠ বন্ধু আমোস। অভিনেতার এই সহকারি পরিচালককে তার ছায়াসঙ্গীই বলা চলে। সকলকে কাঁদিয়ে অভিনেতার এই কাছের মানুষটি চলে গেলেন চিরতরে।
আমির খান এমন একজন মানুষ তিনি চট করে কারোর সাথে ঘনিষ্ঠ হতে পারেন না এবং যার সঙ্গে একবার ঘনিষ্ঠ হয়ে যান তার হাত কখনোই ছাড়েন না, তার জীবনে আমোস ছিলেন সেইরকমই একজন মানুষ যিনি আমিরের অত্যন্ত কাছের মানুষ হয়ে ওঠেন। আমিরের প্রযোজনায় নানান ছবিতে সহকারি পরিচালক হিসেবে তিনি আমিরকে সাহায্য করেছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগতকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ আমোস শেষনিঃশ্বাস ত্যাগ করেন, মৃত্যুর কারন হিসেবে জানা গিয়েছে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। তার মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছাড়া নেমে এসেছে বলিউডসহ অভিনেতা আমির খানের পরিবারে। দেশের এরকম কঠিন পরিস্থিতিতে এত বড়সড় ধাক্কা ঠিক কল্পনাও করতে পারেননি আমির।
দুজনে প্রায় পঁচিশ বছর একসঙ্গে কাজ করেছেন। যে চার বছর আমির কাজ করেননি, সেই চার বছর আমোসও কাজ করতে চাননি, তাদের বন্ধুত্ব এতটাই দৃঢ় ছিল। পরবর্তীতে আমিরই তাকে জোর করে রানি মুখার্জীর সঙ্গে কাজ করতে পাঠান। কঠোর পরিশ্রমী ও দায়িত্ববান বন্ধুর চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না অভিনেতা।