Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুলিশ ও আইনজীবীর মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে আহত এক অ্যাডভোকেট

দিল্লি : রক্ষাকারী বাহিনী এবং সুবিচারকারী এই দুইয়ের সংঘর্ষে আদালত প্রাঙ্গণ পরিণত হল রনক্ষেত্রে। আজ শনিবার, বিকেলের দিকে এমনই এক ঘটনা ঘটলো দিল্লির তিসহাজারী আদালতের সামনে।সংঘর্ষে অগ্নিসংযোগ, গুলি ছোঁড়া থেকে…

Avatar

দিল্লি : রক্ষাকারী বাহিনী এবং সুবিচারকারী এই দুইয়ের সংঘর্ষে আদালত প্রাঙ্গণ পরিণত হল রনক্ষেত্রে। আজ শনিবার, বিকেলের দিকে এমনই এক ঘটনা ঘটলো দিল্লির তিসহাজারী আদালতের সামনে।সংঘর্ষে অগ্নিসংযোগ, গুলি ছোঁড়া থেকে শুরু করে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন একজন অ্যাডভোকেট।

আজ, শনিবার দিল্লির তিসহাজারী আদালতে প্রবেশের সময় পার্কিং করতে গিয়ে এক আইনজীবীর গাড়িতে ধাক্কা মারে পুলিশের গাড়ি।এই ঘটনায় আইনজীবী প্রতিবাদ করতে গেলে দুই দলের মধ্যে শুরু হয় বচসা যা শেষ পর্যন্ত মারামারিতে পরিণত হয়। উভয়দলই যখন উত্তপ্ত তখন আইনজীবীকে নিজেদের গাড়িতে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারে পুলিশ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা পুলিশকে খবর দিলে স্থানীয় পুলিশ কর্মীরা এবং এসএইচও সেখানে পৌঁচ্ছালেও ভিতরে প্রবেশ করতে পারেন নি তারা। খবরটি হাইকোর্ট পর্যন্ত গেলে ৬ জন বিচারপতি ঘটনাস্থলে পৌঁচ্ছালে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে পুলিশ। এই ঘটনার ফলে একজন অ্যাডভোকেটের বুকের বামদিকে এসে লাগে গুলি।আহত ব্যাক্তিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া দুইপক্ষের গণ্ডগোলে এক অপরাধী পালিয়ে যেতে সক্ষম হয়।

এই ঘটনা প্রসঙ্গে দিল্লির বার কাউন্সিলের চেয়ারম্যান কেসি মিত্তল বলেন, “তিসহাজারী আদালতে পুলিশ বিনা কারণে আইনজীবীকে মারধর করেছে। এই ঘটনার আমি তীব্র নিন্দা করি এবং আইনজীবীদের সাথে সুবিচারের জন্য আমরা ঘটনায় জড়িত পুলিশ শাস্তি চাই।”

About Author