আন্তর্জাতিকনিউজ
বড় দুর্ঘটনা! ফ্রান্সের বিমান সংঘর্ষে মৃত্যু ৫ জনের

×
Advertisement
মুখোমুখি দু’টি বিমানের সংঘর্ষ, যাতে প্রাণ গেল ৫জনের৷ মাইক্রোলাইট বিমানের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষতে প্রাণ গিয়েছে পাঁচ জনের। গত কাল বিকেল সাড়ে ৪টে নাগাদ ওই দুই বিমানের মধ্যে সংঘর্ষ হয়।
Advertisements
Advertisement
Advertisements
এই দুর্ঘটনার পরে প্রায় ৫০ জন দমকলকর্মী ঘটনাস্থলে এসে আগুন নেভায়। জানা গিয়েছে মাইক্রোলাইট বিমানে ২ জন যাত্রী যাচ্ছিলেন৷ DA40 যাত্রীবাহী বিমানের সঙ্গে সংঘর্ষ হয়।
Advertisements
Advertisement
মাইক্রোলাইট বিমানটির একটি বাড়ির কাছে জরুরী অবতরণ করে এবং অন্য যাত্রীবাহী বিমানটি আবাসিক অঞ্চল থেকে অনেকটা দূরে অবতরণ করতে বাধ্য হয়। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সামলে নেওয়া হয় সব। দমকল কর্মীরা বেশ কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ চলার পর অবশেষে আগুন নেভাতে সক্ষম হন।