Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Citroen SUV 2025 লঞ্চ অফার, এখনই কিনুন সস্তায় লাক্সারি গাড়ি

ভারতের এসইউভি বাজারে নতুন হাওয়া বইতে চলেছে। জনপ্রিয় ফরাসি গাড়ি নির্মাতা সিট্রোয়েন ২০২৫ সালে একেবারে নতুন SUV লঞ্চ করার পরিকল্পনা করেছে। আধুনিক প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন এবং কমফোর্টকে গুরুত্ব দিয়ে এই…

Avatar

ভারতের এসইউভি বাজারে নতুন হাওয়া বইতে চলেছে। জনপ্রিয় ফরাসি গাড়ি নির্মাতা সিট্রোয়েন ২০২৫ সালে একেবারে নতুন SUV লঞ্চ করার পরিকল্পনা করেছে। আধুনিক প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন এবং কমফোর্টকে গুরুত্ব দিয়ে এই গাড়ি তৈরি করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি ভারতীয় গ্রাহকদের জন্য এক প্রতিযোগিতামূলক বিকল্প হতে পারে।

আধুনিক ফিচারের সম্ভার

সিট্রোয়েন SUV 2025-এ এমন সব অ্যাডভান্সড ফিচার থাকতে পারে, যা এটিকে তার সেগমেন্টে বিশেষ জায়গায় নিয়ে যাবে। বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেমের সঙ্গে থাকবে ওয়্যারলেস Android Auto এবং Apple CarPlay সাপোর্ট। এছাড়া ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, প্যানোরামিক সানরুফ, অটো ক্লাইমেট কন্ট্রোল, অ্যাম্বিয়েন্ট লাইটিং এবং প্রিমিয়াম সিটও যোগ হতে পারে। দীর্ঘ যাত্রাতেও আরাম বজায় রাখার জন্য গাড়িটি বিশেষভাবে ডিজাইন করা হচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নিরাপত্তায় বিশেষ গুরুত্ব

ড্রাইভিং সেফটির দিক থেকেও সিট্রোয়েন SUV 2025 পিছিয়ে নেই। সম্ভাব্য ফিচারের মধ্যে রয়েছে মাল্টিপল এয়ারব্যাগ, ABS, EBD, 360-ডিগ্রি ক্যামেরা এবং ADAS (Advanced Driver Assistance System)। ফলে রাস্তায় গাড়িটি আরও নিরাপদ এবং ব্যবহারবান্ধব হবে।

মাইলেজ ও ইঞ্জিন অপশন

এই SUV-এর মাইলেজ নিয়ে কোম্পানি আশাবাদী। পেট্রোল ভ্যারিয়েন্টে প্রতি লিটারে প্রায় ১৬-১৮ কিমি, আর ডিজেল ভ্যারিয়েন্টে প্রায় ২০ কিমি মাইলেজ দেওয়ার দাবি করা হচ্ছে। ইলেকট্রিক ভ্যারিয়েন্টও বাজারে আসতে পারে, যার রেঞ্জ একবার চার্জে প্রায় ৩৫০-৪০০ কিলোমিটার। ইঞ্জিনের ক্ষেত্রে থাকবে দুটি অপশন—১.২ লিটার টার্বো পেট্রোল এবং ১.৫ লিটার ডিজেল। দু’টি ইঞ্জিনই ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গে পাওয়া যেতে পারে। ইলেকট্রিক ভার্সনে হাই-ক্যাপাসিটি ব্যাটারি ও ফাস্ট চার্জিং সুবিধাও দেওয়া হতে পারে।

প্রতিযোগিতামূলক দাম

ভারতের বাজারে SUV 2025-এর দাম প্রতিযোগিতামূলক রাখার পরিকল্পনা করছে সিট্রোয়েন। বেস ভ্যারিয়েন্টের দাম হতে পারে প্রায় ১২-১৪ লক্ষ, আর টপ মডেলের দাম পৌঁছে যেতে পারে ২০ লক্ষের বেশি। ফলে Hyundai Creta, Kia Seltos এবং Toyota Urban Cruiser-এর মতো জনপ্রিয় SUV-এর সরাসরি প্রতিদ্বন্দ্বী হবে এটি।

About Author