অবশেষে ইস্টবেঙ্গলেই ফিরে এলেন লালরাম চুলোভা। গত বছর ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে গিয়েছিলেন তিনি। কিন্তু কিবু ভিকুনার কোচিংয়ে সবুজ-মেরুনে খুব একটা খেলার সুযোগ পাননি এই সাইড ব্যাক। মাত্র পাঁচ ম্যাচ খেলেন তিনি। তার মধ্যে আইজল ও ট্রাউ এফসির বিরুদ্ধে ৯০ মিনিট, আর গোকুলামের বিপক্ষে ৩০ মিনিট ও অ্যারোজ এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যথাক্রমে ১২ ও ৭ মিনিট। মোট ৫ ম্যাচে তিনি খেলেন মাত্র ২২৯ মিনিট।
মোহনবাগানে আসার আগে অবশ্য লাল-হলুদ জার্সি গায়ে অসাধারণ ফুটবল উপহার দিয়ে ছিলেন চুলোভা। ডার্বিতে প্রায় নড়তে দেননি সনি নর্দিকে। মরশুম শেষে তাঁকে রাখতে চেয়েছিল ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার কর্তারা। কিন্তু তাদের সঙ্গে দরদাম ঠিকঠাক না হওয়ায় লাল-হলুদ ছাড়েন তিনি। তারপর বেশ কিছু দিন বসে থাকার পর মোহনবাগান তুলে নেয় তাঁকে। কিন্তু সবুজ-মেরুনে গিয়ে চুলোভা কিন্তু খেলার সুযোগ পায়নি বললেই চলে। তার খেলার পরিসংখ্যান তাই বলছে। তাই মোহনবাগানে এক প্রকার খেলার সুযোগ না পেয়ে দু’বছরের চুক্তিতে লাল-হলুদে ফিরলেন চুলোভা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএকই সঙ্গে দু’ বছরের চুক্তিতে হায়দ্রাবাদ এফসি থেকে ইস্টবেঙ্গলে এলেন স্টপার গুরতেজ সিং। হায়দ্রাবাদ এফসির বেশ কিছু ম্যাচ খেলেন তিনি।
চুলোভা, গুরতেজের আগে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি করেন বলবন্ত, শঙ্কর রায়, উমিদ সিং, নভিন গুরুংয়ের মতো ফুটবলারা।