জীবনযাপনসৌন্দর্য

Chocolate Facial: উজ্জ্বল ত্বক চান? তাহলে ঘরে বসেই সহজ ধাপে করুন চকলেট ফেসিয়াল

×
Advertisement

বর্তমানের কর্মব্যস্ত যুগে মানুষের হাতে সময় খুব কম। সবসময় নিয়ম করে নিজের যত্ন নেওয়া সম্ভব হয় না কারোর পক্ষেই। তবে একেবারেই যদি নিজের কিংবা ত্বকের যত্ন নেওয়া না হয় তাহলে, গুরুতর সমস্যা দেখা দেবে। সর্বদা পার্লারে গিয়ে নিজের ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয় না। আজকের প্রজন্মও বেশিরভাগ সময়ই ঘরোয়া ভাবেই যত্ন নিতে চান ত্বকের। আর এই গরমের দিনে যা ভীষণভাবে প্রয়োজনীয়। এক্ষেত্রে অনেকেই হয়তো জানেন না, চকলেট ক্ষতিগ্রস্ত ত্বককে আবারো প্রাণবন্ত করে তুলতে পারে। এমনকি প্রচন্ড গরমে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকেও রক্ষা করতে সহায়তা করতে সক্ষম। আপাতত, এই নিবন্ধে সেই প্রসঙ্গেই আলোচনা করা হল।

Advertisements
Advertisement

ক্ষতিগ্রস্ত ত্বককে মেরামত করতে অনেকেই আমরা ফেসিয়াল করে থাকি। আর এই ফেসিয়াল হয় অনেক ধরনের। চকলেট ফেসিয়ালের কথা অনেকেই হয়তো জানেন না। যারা এই সম্পর্কে অবগত নন, তাদের জন্যই এই প্রসঙ্গে এই নিবন্ধে বিস্তারিত আলোচনা করা হল।

Advertisements

চকলেট ফেসিয়ালের উপকরণ-

Advertisements
Advertisement

১) মেল্ট চকলেট এক চা চামচ।
২) ক্রিম এক চা চামচ।
৩) লেবুর রস অর্ধেক চা চামচ।

এই উপকরণগুলি একটি পাত্রের মধ্যে একসাথে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চকলেট ফেসমাস্ক।

মুখে প্রয়োগ করার পদ্ধতি-

প্রথমে ঐ চকলেটের মিশ্রণ হাতে নিয়ে ভালোভাবে গোটা মুখে লাগিয়ে নিতে হবে। এরপর সেটি বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে এই মিশ্রণ মুখে লাগানোর পর থেকে ধোয়ার আগে পর্যন্ত যেন মুখে কোনভাবেই হাত লাগানো না হয়। পরে পরিষ্কার জল দিয়ে ভালো‌ ভাবে মুখ পরিষ্কার করে নিতে হবে। এটি ত্বককে ভিতর থেকে মেরামত করে ময়েশ্চারাইজ করে।

চকলেট ফেসমাস্ক ব্যবহার করার সময় নিম্নোক্ত এই কটি জিনিস ভীষণভাবে মাথায় রাখতে হবে-

১) মেল্ট করা চকলেট যেন খুব বেশি গরম না হয়। গরম হলে সেটি ত্বকের জন্য খুব একটা ভালো হবে না।

২) এটি ব্যবহার করার পরপরই কোন বাজারজাত পণ্য মুখে প্রয়োগ করা যাবে না।

৩) এটি ব্যবহার করাকালীন মেকাপ কম করাই শ্রেয়।

৪) এই ফেসমাস্ক ব্যবহার করলে সরাসরি তাপের এক্সপোজার এড়িয়ে চলতে হবে।

৫) এই ফেসমাস্ক মুখে লাগানোর পর মুখ স্পর্শ করা যাবে না।

Related Articles

Back to top button