Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

একদিকে চীনা সামগ্রী বর্জনের ডাক দেশ জুড়ে, অন্যদিকে সুড়ঙ্গ বানানোর বরাত চীনা সংস্থাকে

দেশ জুড়ে চীনা সামগ্রী বর্জনের ডাক দেওয়া হয়েছে বিভিন্ন সংগঠনের তরফে। আর এর মধ্যেই সড়ক প্রকল্পে এক চীনা সংস্থার বরাত পাওয়াকে কেন্দ্র করে দেখা দিয়েছে বিতর্ক। জানা যাচ্ছে, দিল্লি-মীরাট RRTS…

Avatar

দেশ জুড়ে চীনা সামগ্রী বর্জনের ডাক দেওয়া হয়েছে বিভিন্ন সংগঠনের তরফে। আর এর মধ্যেই সড়ক প্রকল্পে এক চীনা সংস্থার বরাত পাওয়াকে কেন্দ্র করে দেখা দিয়েছে বিতর্ক। জানা যাচ্ছে, দিল্লি-মীরাট RRTS (Regional Rapid Transit System) প্রকল্পের আওতায়, নিউ অশোকনগর থেকে সাহিদাবাদ পর্যন্ত আন্ডারগ্রাউন্ড রাস্তা তৈরি হবে। আর সেখানেই বরাত পেয়েছে চীনা কোম্পানি Shanghai Tunnel Engineering Co Ltd (STEC)।

সরকারের তরফে এই কাজের জন্য টেন্ডার ডাকা হলে সেখানে সবচেয়ে কম মূল্যে সুড়ঙ্গটি তৈরি করার দাবি পেশ করে চীনা সংস্থা Shanghai Tunnel Engineering Co Ltd (STEC)। তারা প্রকল্পটির জন্য ১১২৬ কোটি টাকার বিড করে। তাদের পরেই ছিল ভারতীয় কোম্পানি এল এন্ড টি। এল এন্ড টি এর বিড ছিল ১১৭০ কোটি টাকা। তাই টেন্ডারের নিয়ম অনুসারে চীনা কোম্পানিটির হাতেই যায় এই কাজের ভার। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে দেশ জুড়ে। বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে সরকার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা স্বদেশী জাগরণ মঞ্চ এই ঘটনার বিরোধিতা করে কেন্দ্র সরকারের কাছে দাবি জানিয়েছে, কোনোভাবেই যেন এই কাজের দায়িত্ব চীনা সংস্থাটিকে না দেওয়া হয়। কেন্দ্রের প্রধান বিরোধী দল কংগ্রেসও ওই ঘটনার বিরোধিতা করেছেন। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে আত্মনির্ভরতার পথে চলার পরামর্শ দিচ্ছেন এদিকে চীনা সংস্থাকে সুড়ঙ্গ বানানোর বরাত দেওয়া হচ্ছে। কেন্দ্র সরকারের কাছে এই বরাত বাতিল করার দাবিও জানিয়েছে তারা।

About Author