Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেশজুড়ে লকডাউন, HDFC ব্যাংকের শেয়ার কিনলো চীন

করোনা আতঙ্কের মধ্যেই দ্য পিপলস ব্যাংক অফ চায়না ভারতের হোম লোন সংস্থা HDFC এর ১.০১ শতাংশ শেয়ার কিনেছে। শেয়ারের হিসেবে যা ১,৭৪,৯২,৯০৯ টি শেয়ার। জানা যাচ্ছে, জানুয়ারি থেকে মার্চ এই…

Avatar

করোনা আতঙ্কের মধ্যেই দ্য পিপলস ব্যাংক অফ চায়না ভারতের হোম লোন সংস্থা HDFC এর ১.০১ শতাংশ শেয়ার কিনেছে। শেয়ারের হিসেবে যা ১,৭৪,৯২,৯০৯ টি শেয়ার। জানা যাচ্ছে, জানুয়ারি থেকে মার্চ এই ত্রৈমাসিকে কেনা হয়েছে এই পরিমাণ শেয়ার।

দেশজুড়ে লকডাউন, HDFC ব্যাংকের শেয়ার কিনলো চীন

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

লক্ষ্য করলে দেখা যাচ্ছে, গত কয়েক সপ্তাহে HDFC এর শেয়ার পড়েছে ২৫ শতাংশ। ১০ই এপ্রিল বাজার বন্ধের সময়ও HDFC এর শেয়ারের দাম ছিল ১৭০১.৯৫ টাকা। সম্প্রতি HDFC এর প্রতি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। ভারতীয় জীবন বীমা নিগম এই সময়ে HDFC তে তাদের শেয়ার বাড়িয়েছে। ৪.২১ শতাংশ থেকে ৪.৬৭ শতাংশ শেয়ার বাড়িয়েছে ভারতীয় জীবন বীমা নিগম।

দেশজুড়ে লকডাউন, HDFC ব্যাংকের শেয়ার কিনলো চীন

HDFC এর ভাইস চেয়ারম্যান তথা সিইও কেকি মিস্ত্রি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চীনের দ্য পিপলস ব্যাংক অফ চায়না বেশ অনেকদিন থেকেই HDFC এর শেয়ার হোল্ডার। ২০১৯ সালের মার্চেই চীনের এই ব্যাংকটি HDFC এর ০.৮ শতাংশের মালিক ছিল, সম্প্রতি তারা তা বাড়িয়ে ১.০১ শতাংশ করেছে।

About Author