Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অক্ষত অবস্থায় উদ্ধার পণবন্দি শিশু ও মহিলা, পুলিশের গুলিতে মৃত্যু অপহরণকারীর

উত্তরপ্রদেশের ফারুখাবাদে পণবন্দি শিশু ও মহিলাদের বৃহস্পতিবার মধ্যরাতে উদ্ধার করল কমান্ডো বাহিনী। অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করতে গিয়ে অভিযান চলাকালীন অপহরণকারী যুবক সুভাষ বথামের মৃত্যু হয়েছে। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে…

Avatar

উত্তরপ্রদেশের ফারুখাবাদে পণবন্দি শিশু ও মহিলাদের বৃহস্পতিবার মধ্যরাতে উদ্ধার করল কমান্ডো বাহিনী। অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করতে গিয়ে অভিযান চলাকালীন অপহরণকারী যুবক সুভাষ বথামের মৃত্যু হয়েছে। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে রাতেই জরুরি বৈঠক ডাকেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার বাসভবনে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত রাজ্যপুলিশের আইজি গোটা ঘটনায় তৎপরতা চালিয়ে রাতেই বিশেষ কমান্ডো বাহিনীর একটি দলকে ফারুখাবাদের ওই গ্রামে উদ্ধারকাজে পাঠান।

গতকাল উত্তরপ্রদেশের ফারুখাবাদে জন্মদিনের নিমন্ত্রণে গিয়ে পণবন্দী হয় ২০ জন শিশু ও মহিলা। খুনের সাজাপ্রাপ্ত এক যুবক মিথ্যে জন্মদিনের পার্টিতে ডেকে পণবন্দী করে শিশু ও মহিলাদের । অভিযুক্ত ওই যুবক সুভাষ বথাম দু বছরের মেয়ের মিথ্যে জন্মদিনে শিশুদের ডেকে সুযোগ বুঝে আমন্ত্রিত শিশু ও মহিলাদের কে বন্দি করে সে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জন্মদিনে যাওয়া শিশু ও মহিলাদের বাড়ির লোকেরা তাদের বাড়ি ফিরতে দেরি হওয়ায় ওই অভিযুক্ত যুবকের বাড়িতে গেলে তাদের উদ্দেশ্য করে এলোপাথাড়ি ভাবে গুলি চালায় ওই যুবক। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে ওই যুবক। তিনজন পুলিশ কর্মী জখম হয়, পুলিশের বিশাল বাহিনী এসে ঘটনাস্থল ঘিরে রাখে, কমান্ডো বাহিনীর দীর্ঘ চেষ্টার পর রাতেই সকলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

About Author