Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অসুরের বুকে মূখ্যমন্ত্রীর ছবি, চাঞ্চল্য উলুবেড়িয়ায়!

দুর্গাপূজাকে কেন্দ্র করে অসৌজন্যতার বহিঃপ্রকাশ ঘটলো উলুবেড়িয়ায়। দেবী দুর্গার ত্রিশূলের ঘায়ে বধ হওয়া অসুরের গায়ে মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবি থাকায় উলুবেড়িয়ার এক পুজো কমিটির বিরুদ্ধে অভিযোগ জানালো স্থানীয় তৃণমূল নেতৃত্ব।…

Avatar

দুর্গাপূজাকে কেন্দ্র করে অসৌজন্যতার বহিঃপ্রকাশ ঘটলো উলুবেড়িয়ায়। দেবী দুর্গার ত্রিশূলের ঘায়ে বধ হওয়া অসুরের গায়ে মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবি থাকায় উলুবেড়িয়ার এক পুজো কমিটির বিরুদ্ধে অভিযোগ জানালো স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মূখ্যমন্ত্রীর প্রতি অবমাননাকর কাজ করার অভিযোগে ওই পুজো কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য থানায় আর্জি জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিজেপি প্রভাবিত উলুবেড়িয়ার ওই পুজো মন্ডপে অসুরের বুকে মমতার ছবি রয়েছে। যা স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়ে তৃণমূলের স্থানীয় সমর্থকরা।

বিষয়টি স্থানীয় তৃণমূল নেতৃত্বের নজরে আসতেই তারা তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হয়। পুলিশ এসে অসুরের বুক থেকে মূখ্যমন্ত্রীর ছবি সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উলুবেড়িয়া জুড়ে। উলুবেড়িয়া পূর্ব বিধানসভার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার পিছনে বিজেপি নেতাদের হাত থাকার অভিযোগ আনলেও স্থানীয় বিজেপি নেতারা এই ঘটনায় দলীয় যোগাযোগ অস্বীকার করেছেন। তবে, যেই এ কাজ করে থাকুক, ঘটনা যে অত্যন্ত নিন্দনীয় তা এক বাক্যে স্বীকার করেছেন শাসক-বিরোধী সকলেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author