Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুজোর সময় চিন্তা বাড়ল মুখ্যমন্ত্রীর! কেন জানেন

বিনোদ পাল: দুর্গাপূজা, বাঙালির সবথেকে বড় উৎসব। সকলেই প্রায় অপেক্ষায় থাকে এই শারোদৎসব জন্য। দূরদূরান্ত থেকে ছুটে আসে মানুষ এই উৎসবে সামিল হওয়ার লক্ষ্যে। হৈ হুল্লোড়, খাওয়াদাওয়া, মন্ডপে প্রতিমা দর্শন,…

Avatar

বিনোদ পাল: দুর্গাপূজা, বাঙালির সবথেকে বড় উৎসব। সকলেই প্রায় অপেক্ষায় থাকে এই শারোদৎসব জন্য। দূরদূরান্ত থেকে ছুটে আসে মানুষ এই উৎসবে সামিল হওয়ার লক্ষ্যে। হৈ হুল্লোড়, খাওয়াদাওয়া, মন্ডপে প্রতিমা দর্শন, অষ্টমীর অঞ্জলী, দশমীর বিসর্জন সব মিলিয়ে এক জমজমাট ব্যাপার। তবে এ পুজোর মুখেই বৃষ্টি দেখে প্রায় প্রতিটা বাঙালীর মাথায় হাত।দেবীপক্ষ শুরু হয়ে গেছে, আজ তৃতীয়া কিন্তু সকলের একটাই আশঙ্কা এই পুজো কদিন আবহাওয়া কেমন থাকবে? টানা বৃষ্টির ফলে মানুষের অবস্থা নাজেহাল প্রায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।তিনি বলেছেন, মালদার ফুলহার নদীতে জল ক্রমশ বেড়ে চলেছে। এদিকে বিহার,ঝাড়খন্ড থেকেও জল ঢুকছে। এখন চারিদিকে নজর রাখা হচ্ছে।তিনি আরো জানান যে, এলাকার সংশ্লিষ্ট সকলকে বলা হয়েছে এ বিষয়ে করা নজরদারি রাখার জন্য। এমনকি তিনি পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মালদা জেলা পরিস্থিতি কেমন তা দেখে আসার কথা বলেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author