Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অশান্তি থামাতে আরও কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

নাগরিকত্ব বিল পাশ হওয়ার পর থেকেই উত্তরপূর্ব ভারত সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষোভ প্রদর্শন চলছে, সরকারি সম্পত্তি ক্ষতি করা চলছেই। অসম কিছুটা শান্ত হলেও পশ্চিমবঙ্গে ক্রমশ বেড়েই চলেছে হিংসাত্মক ঘটনার…

Avatar

নাগরিকত্ব বিল পাশ হওয়ার পর থেকেই উত্তরপূর্ব ভারত সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষোভ প্রদর্শন চলছে, সরকারি সম্পত্তি ক্ষতি করা চলছেই। অসম কিছুটা শান্ত হলেও পশ্চিমবঙ্গে ক্রমশ বেড়েই চলেছে হিংসাত্মক ঘটনার পরিমাণ। এই পরিস্থিতিতে গতকাল রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে জরুরি বৈঠক সারলেন তার কালীঘাটের বাসভবনে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য ও কলকাতা পুলিশের সমস্ত উচ্চপদস্থ অফিসাররা।

ওই বৈঠকেই মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনের সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে বলেছেন। যেখানে যেখানে হিংসার ঘটনা ঘটছে সেখানে বাড়তি পুলিশ বাহিনী পাঠিয়ে ব্যবস্থা নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া সাম্প্রদায়িক প্ররোচনা, গুজব রোখার জন্যেও যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন মুখ্যমন্ত্রী। কোনো রকম গুজব, হিংসাত্মক কিছু যাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না ছড়ায় তার জন্য রাজ্যের বেশিরভাগ অংশে ইন্টারনেট পরিষেবা আংশিক ভাবে বন্ধ রাখা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : আধার কার্ড নয় নাগরিকত্বের প্রমাণ ভোটার কার্ড ও পাসপোর্ট, জানিয়ে দিল আদালত

এদিকে রবিবারও রাজ্যের বিভিন্ন অংশে উন্মত্ত জনতার হাতে ভাঙচুর হলো রেল, সরকারি বাস। দফায় দফায় বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধের জেরে সমস্যায় পড়ে সাধারণ মানুষ। শিয়ালদহ, হাওড়া থেকে প্রচুর ট্রেন বাতিল করতে হয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায়। রেলের তরফে জানানো হয়েছে রেলের এখনো পর্যন্ত ১৩ কোটি টাকার ক্ষতি হয়েছে এইসবের জন্যে।

About Author