Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মুখ্যমন্ত্রী ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দিচ্ছেন, তবে NRC বিরোধী কেন : সূর্যকান্ত মিশ্র

শ্রেয়া চ্যাটার্জী : এনআরসি নিয়ে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বিজেপি-তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্যে এনআরসি হবে না। একজন রাজ্যবাসীকে ও এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে না। দু'পক্ষের এইরকম আক্রমণ কে…

Avatar

শ্রেয়া চ্যাটার্জী : এনআরসি নিয়ে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বিজেপি-তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্যে এনআরসি হবে না। একজন রাজ্যবাসীকে ও এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে না।দু’পক্ষের এইরকম আক্রমণ কে সামনে রেখে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন এনআরসি নিয়ে দুই দলই মানুষের মধ্যে বিভাজন রাজনীতি সৃষ্টি করছে। সিপিএম ও চাইছে না রাজ্যে কোনোভাবে এনআরসি হোক।তবে পশ্চিমবঙ্গের দুটি জায়গায় ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে। যদিও এগুলি নাকি বিচারাধীন বিদেশি বন্দীদের রাখার জন্য। তবে এখানে সত্যি সত্যি বন্দীদের রাখা হবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। মনে করা হচ্ছে এনআরসি চালু হলে ভবিষ্যতে ওইখানে নাগরিকদের রাখা হবে।তবে এ প্রসঙ্গে, সূর্যকান্ত মিশ্র বলেন মুখ্যমন্ত্রী যদি সত্যি সত্যি এনআরসি না চাইতেই তাহলে ডিটেনশন ক্যাম্প বানাতেন না। তবে কেন্দ্র এনআরসি চায়, এপ্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ভারতের সব নাগরিকের জন্য এনআরসি তালিকা হবে, সবার নামই যুক্ত হবে এনআরসি তালিকায়।মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এনআরসি ১৯ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওদের যেন একটা অস্থায়ীভাবে জেলে রাখা হয়েছে কিন্তু বাংলায় এইসব হতে দেওয়া যাবে না।
About Author