অবসরের পরও মিলবে কাজ করার সুবিধা। কর্মীদের যোগান অব্যাহত রাখতে সরকারি নার্স ও চিকিৎসকদের আরও দু বছর কাজ চালিয়ে যেতে বললেন মুখ্যমন্ত্রী। তবে যোগ্য ব্যক্তিদের কাজে রাখা হবে বলে জানিয়েছেন তিনি। এক প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে জনপ্রতিনিধিদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানান।
একটি বাংলা সংবাদমাধ্যম দাবি করেছেন, রাজ্যে নার্স ও চিকিৎসকদের সঙ্কট নিরসনে অবসরের পর আরও দু বছর কাজ চালিয়ে যেতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরফলে বাড়তি সুবিধা পাবেন সরকারি নার্স ও চিকিৎসকরা। বর্তমানে নার্সদের অবসরের বয়স ৬৫ বছর ও চিকিৎসকদের অবসরের বয়স ৬২ বছর। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর নার্স ও চিকিৎসকরা যথাক্রমে ৬৭ ও ৬৪ বছর পর্যন্ত কাজ করতে পারবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে সেক্ষেত্রে তাদের কাজের যোগ্যতা প্রমাণ করতে হবে। এদিন রাজ্যের স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। একইসঙ্গে, স্বাস্থ্যভবনের কাছে শূন্যপদের বিষয়েও খোঁজ নেন তিনি। এ বছর কতজন নার্স ও চিকিৎসক অবসর নেবেন সে বিষয়ে তালিকা তৈরি করার নির্দেশ দেন।