Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘এবার নতুন লড়াই’ দীর্ঘ এক দশক পর মুক্তি পেয়ে জানালেন ছত্রধর

২০০৮ সালে শালবনীতে জিন্দালের কারখানা উদ্বোধনে আসা তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে হামলায় নাম জড়িয়েছিল তার। পরবর্তী সময়ে একের পর নাশকতামূলক ঘটনায় সংবাদের শিরোনামে এসেছিলেন জনগণের কমিটির নেতা ছত্রধর মাহাত।…

Avatar

২০০৮ সালে শালবনীতে জিন্দালের কারখানা উদ্বোধনে আসা তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে হামলায় নাম জড়িয়েছিল তার। পরবর্তী সময়ে একের পর নাশকতামূলক ঘটনায় সংবাদের শিরোনামে এসেছিলেন জনগণের কমিটির নেতা ছত্রধর মাহাত। অবশেষে ২০০৯ সালে পুলিশের জালে ধরা পড়েন তিনি। তারপর দীর্ঘ আইনি লড়াই। ২০১৫ সালে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে যাবজ্জীবন কারাদন্ডের সাজা দেয় মেদিনীপুর আদালত। ২০১৯ সালে সেই রায় পুনর্বিবেচনা করে কমিয়ে দশ বছর করা হয়। তখন থেকেই একটা ঈঙ্গিত মিলেছিল যে, খুব শীঘ্রই জঙ্গলমহলে ফিরে আসছেন ‘ঘরের ছেলে’।

দীর্ঘ দশ বছরের অপেক্ষার অবসান ঘটলো। অবশেষে মুক্তি পেলেন এক সময়ে সিপিআইএম-এর চোখের ঘুম কেড়ে নেওয়া এই নেতা। এবার তার ক্ষেত্রভূমি লালগড়ে ফেরার পালা। বন্দি থাকাকালীন অসুস্থতার কারণে এসএসকেএম-এর উডবার্ণ ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। শনিবার আইনি জটিলতা কাটতেই লালগড়ে ফেরার তোড়জোড় শুরু হয়েছে। কড়া নিরাপত্তায় বাইক র‍্যালি করে লালগড়ে ফিরবেন তিনি, এমনটাই জানা গেছে বিশেষ সূত্রে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ‘ফাঁপা’ বাজেটে ‘স্তম্ভিত’ মমতা, একযোগে কেন্দ্রকে আক্রমণ বিরোধীদের

জঙ্গলমহলে কোণঠাসা হয়ে পড়া তৃণমূল কংগ্রেস ছত্রধর মাহাতকে কাজে লাগিয়ে হারানো জমি পুনরুদ্ধারে নামতে পারে বলে সূত্রের খবর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন ছত্রধর, এমনটাই জানা গেছে। সেই ঈঙ্গিত পাওয়া গেছে তার বক্তব্যেও। মুক্তি পেয়ে তিনি বলেন, ‘খুব শীঘ্রই জঙ্গলমহলে ফিরছি। এবার নতুন লড়াই শুরু হবে।’

About Author