Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

থাপা-ইসমারের গোলে জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করল গতবারের রানার্স আপ চেন্নাইন এফসি

গোয়া: গতকাল, মঙ্গলবার গোয়ার ভাস্কদাগামার তিলক ময়দানে মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসি এবং ছেন্নাইন এফসি। গতবারের আইএসএলে এটিকের কাছে হারলেও রানার্স আপ হওয়ার দৌলতে এবারে জামশেদপুর এফসির থেকে অনেক বেশি এগিয়ে…

Avatar

গোয়া: গতকাল, মঙ্গলবার গোয়ার ভাস্কদাগামার তিলক ময়দানে মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসি এবং ছেন্নাইন এফসি। গতবারের আইএসএলে এটিকের কাছে হারলেও রানার্স আপ হওয়ার দৌলতে এবারে জামশেদপুর এফসির থেকে অনেক বেশি এগিয়ে ছিল চেন্নায়ইন এফসি। আর সেই এগিয়ে থাকার অ্যাডভান্টেজ নিয়ে জামশেদপুরকে হারিয়ে সপ্তম আইএসএল অভিযান শুরু করেছে চেন্নাইন এফসি।

এদিন প্রথমার্ধের শুরু থেকেই অনেক বেশি অগোছালো মনে হয়েছিল জামশেদপুর এফসিকে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ম্যাচের প্রথম মিনিটেই চেন্নাইন এফসির হয়ে প্রথম গোলটি করেন অনিরুদ্ধ থাপা। জামশেদপুরের ডিফেন্স গুছিয়ে ওঠার আগেই ইসমারের পাস থেকে গোলটি করে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান তিনি। থাপা যখন গোল করেন, তখন ম্যাচের বয়স ছিল মাত্র ৫১ সেকেন্ড। আইএসএলের ইতিহাসে এখনও পর্যন্ত এটাই সব থেকে দ্রুততম গোল। এমনকি এবারের আইএসএলে প্রথম ভারতীয় হিসেবে তিনিই গোলটি এদিন করলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরপরে ২৬ মিনিটের মাথায় পেনাল্টি পায় চেন্নাই। জামশেদপুরের আইজ্যাক চেন্নাইয়ের ছান্তেকে ধাক্কা মারেন। যার ফলে পেনাল্টি পেয়ে যায় চেন্নাইন এফসি। আর সেই পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করে স্কোর লাইভ ২-০ করেন ইসমার। এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে জামশেদপুর। অবশেষে প্রথমার্ধ শেষ হওয়ার একটু আগে দলের হয়ে গোল করে ব্যবধান কমান জামশেদপুরের ভালসকিস। গতবার এই ফুটবলার চেন্নাইন এফসির হয়ে খেলেছিলেন। কিন্তু এবার জামশেদপুরের জার্সিতে গোল করলেন তিনি। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। কারণ, প্রথমার্ধে স্কোরলাইন ২-১ থাকলেও দ্বিতীয়ার্ধে গিয়ে সেটার কোনও পরিবর্তন হয়নি। দুই দলের কেউই চেষ্টা করেও দ্বিতীয়ার্ধে গোল করতে পারেনি। তাই অবশেষে জামশেদপুরকে হারিয়ে দিয়ে অভিযান শুরু করেছে চেন্নাইইন এফসি।

 

About Author