Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

IPL 2023: ভক্তদের জন্য চরম দুঃসংবাদ, ক্রিকেট মাঠে আর দেখা যাবে না ভারতের কিংবদন্তি অধিনায়ককে

এই মুহূর্তে আইপিএলের ১৬তম আসর জমে উঠেছে। প্রত্যেকটি দল পয়েন্টস টেবিলের শীর্ষস্থান দখল করার জন্য আপ্রাণ লড়াই করছে। আইপিএলে এখনও পর্যন্ত খেলা প্রত্যেকটি ম্যাচ রোমাঞ্চকর পরিবেশের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে।…

Avatar

এই মুহূর্তে আইপিএলের ১৬তম আসর জমে উঠেছে। প্রত্যেকটি দল পয়েন্টস টেবিলের শীর্ষস্থান দখল করার জন্য আপ্রাণ লড়াই করছে। আইপিএলে এখনও পর্যন্ত খেলা প্রত্যেকটি ম্যাচ রোমাঞ্চকর পরিবেশের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে। ইতিমধ্যে একাধিক ক্রিকেটার তাদের শক্তিশালী পারফরমেন্সের মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তবে এত উত্তেজনার মধ্যেও একটি খবরে ভক্তদের হৃদয় ভেঙেছে। জানা গেছে, ভারতের কিংবদন্তি অধিনায়ককে আর দেখা যাবে না ক্রিকেটের ময়দানে।

আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, আমরা কার কথা বলতে চলেছি। হ্যাঁ, মহেন্দ্র সিং ধোনিকে আর ২২ গজে পারফরমেন্স করতে দেখা যাবে না বলে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন সদস্য কেদার যাদব। তিনি সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,’আমি ২০০০ শতাংশ নিশ্চিত যে, চলতি আইপিএলের মেগা আসর শেষে ক্রিকেটের জগতকে বিদায় জানাবেন মহেন্দ্র সিং ধোনি। কারণ চলতি বছরের জুলাইতে ৪২ বছরে পদার্পণ করতে চলেছেন তিনি। যদিও তিনি তার বয়স হিসেবে যথেষ্ট ফিট। তবুও আমি নিশ্চিত যে, চলতি মরশুম শেষে ক্রিকেটকে আলবিদা জানাবেন মহেন্দ্র সিং ধোনি।’
IPL 2023: ভক্তদের জন্য চরম দুঃসংবাদ, ক্রিকেট মাঠে আর দেখা যাবে না ভারতের কিংবদন্তি অধিনায়ককে

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চেন্নাই সুপার কিংসের প্রাক্তন সদস্যের এমন মন্তব্যের পর রীতিমতো মন ভারী হয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০১৯ সালে, ফলে আইপিএলে মহেন্দ্র সিং ধোনির পারফরমেন্সে মুগ্ধ হতেন তার ভক্তরা। এমন পরিস্থিতিতে ক্রিকেটকে সম্পূর্ণরূপে বিদায় জানালে ভারতের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে মিস করবেন তার ভক্তরা।

আমরা আপনাদের জানিয়ে রাখি, চলতি আইপিএলে নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও দুর্দান্ত ফর্মে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ইতিমধ্যে তার নেতৃত্বে ৪ ম্যাচের দুটিতে জিতেছে চেন্নাই। তাকে ছাড়া ক্রিকেট আঙ্গিনায় যে কালো মেঘের সৃষ্টি হবে, সে কথা বলার অপেক্ষা রাখেনা।

About Author