টেক বার্তা

মাত্র 5 হাজারে আজকেই কিনুন Royal Enfield Hunter 350, জেনে নিন বিস্তারিত

দুর্দান্ত এই বাইকটির শক্তিশালী ইঞ্জিনের কথা বলি, তবে গাড়িটিতে 349.34 cc-র একটি শক্তিশালী এয়ার-কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। 

Advertisement
Advertisement

এই মুহূর্তে ভারতের বাজারে ক্রুজার বাইকের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। তরুণ প্রজন্মের বাইক প্রেমীদের কাছে প্রথম পছন্দের গাড়ি হয়ে উঠেছে একটি ক্রুজার বাইক। আর তরুণদের এই চাহিদা পূরণ করতে Royal Enfield দ্বারা গত বছর লঞ্চ করা হয়েছিল 350cc-র Hunter। আর বর্তমানে সেই গাড়িটি বাইক গাড়ি প্রেমীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে। নতুন Hunter 350cc হাতে পেয়ে ভুলতে বসেছে Royal Enfield Bullet-এর নাম। এমনকি গত বছরের তুলনায় বিশেষভাবে বিক্রি কমেছে Royal Enfield Bullet-এর। শুধু বুলেটকে নয়, নতুন হান্টার পেছনে ফেলেছে ভারতের বাজারে একাধিক স্পোর্টস বাইক কেও।

Advertisement
Advertisement

শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে রয়েল এনফিল্ড হান্টার 350cc-র বাইকের মধ্যে সবচেয়ে সস্তার। Royal Enfield ভারতীয় বাজারে তিনটি ভেরিয়েন্টে হান্টার 350cc বিক্রি করে। এতে ফ্যাক্টরি (কালো এবং সিলভার), ড্যাপার (ধূসর, অ্যাশ এবং সাদা) এবং লাল, কালো এবং নীল মিক্সড বিকল্প রয়েছে। যদি দামের কথা বলি, তবে রয়েল এনফিল্ড হান্টারের দাম নির্ধারিত হয় এর কালারের উপর ভিত্তি করে। বর্তমানে দিল্লির এক্স শো-রুমে ফ্যাক্টরি ভেরিয়েন্টের দাম 1,49,900 টাকা, ড্যাপার ভেরিয়েন্টের দাম 1,66,900 টাকা এবং টপ-এন্ড রেবেল মডেলের দাম 1,71,900 টাকা৷

Advertisement

যদি দুর্দান্ত এই বাইকটির শক্তিশালী ইঞ্জিনের কথা বলি, তবে গাড়িটিতে 349.34 cc-র একটি শক্তিশালী এয়ার-কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যা 20.4 PS শক্তি এবং 27 Nm পিক টর্ক জেনারেট করে। পাশাপাশি শক্তিশালী এই ইঞ্জিনটি 6-স্পিড ট্রান্সমিশনের সাথে বাজারে উপলব্ধ রয়েছে। আমরা আপনাদের বলে রাখি, একসাথে লক্ষ্যাদিক টাকা ব্যয় না করে সহজ কিস্তিতেও আপনি ক্রয় করতে পারবেন দুর্দান্ত এই বাইকটি। সে ক্ষেত্রে প্রথমে আপনাকে 17,000 টাকা দিয়ে ক্রয় করতে হবে গাড়িটি। পাশাপাশি 9.7 শতাংশ সুদে মাসিক 5,027 টাকার কিস্তি প্রদান করতে হবে তিন বছরের জন্য। দুর্দান্ত এই অফারটি আপনি রয়েল এনফিল্ডের যেকোনো শো-রুমে পেয়ে যাবেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button