Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১ লিটার জ্বালানিতে ছুটবে ৭০ কিমি! জলের দরে কিনুন তেল সাশ্রয়ী এই বাইক

জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে যখন বেশিরভাগ মানুষ ইলেকট্রিক বাইক কিংবা স্কুটার ক্রয় করার কথা চিন্তা করছেন, ঠিক তখনই ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে গাড়ি নির্মানকারী সংস্থা Hero। এই মুহূর্তে যদি…

Avatar

জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে যখন বেশিরভাগ মানুষ ইলেকট্রিক বাইক কিংবা স্কুটার ক্রয় করার কথা চিন্তা করছেন, ঠিক তখনই ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে গাড়ি নির্মানকারী সংস্থা Hero। এই মুহূর্তে যদি কেউ জ্বালানি সাশ্রয় করে এমন গাড়ি ক্রয় করতে চায়, তবে নিঃসন্দেহে আপনি তাকে Hero Splendor বাইক ক্রয় করার পরামর্শ দেবেন। একটু অপেক্ষা করুন, আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন একটি বাইক নিয়ে এসেছি, যার মাইলেজ দেওয়ার ক্ষমতা শুনলে ভুলে যাবেন Hero Splendor-এর নাম।

প্রথমে যদি দুর্দান্ত এই বাইকের শক্তিশালী ইঞ্জিনের কথা বলি, তবে এতে পাওয়ারের জন্য রয়েছে 97.2cc এয়ার কুলড, ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার OHC BS-VI ইঞ্জিন। যা 8000 rpm-এ 7.8 bhp আউটপুট দিতে পারে এবং তার পিক টর্ক 6000 rpm-এ 8.05 Nm। পাশাপাশি শক্তিশালী এই বাইকে হেডল্যাম্প, ইঞ্জিন, লেগ গার্ড, ফুয়েল ট্যাঙ্ক সবই কালো রঙে মোড়া। এছাড়া হ্যান্ডেলবার, টেলিস্কপিক ফ্রন্ট এবং সাসপেনশনের মত গুরুত্বপূর্ণ ফির্চাস রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদি Hero HF 100 বাইকের দামের কথা বলি, সেক্ষেত্রে এর এক্স শোরুম মূল্য রাখা হয়েছে মাত্র 59,018 টাকা। যা আপনি অন রোড 64,000 টাকার কাছাকাছি ব্যয় করে ক্রয় করতে পারবেন। এছাড়া শক্তিশালী এই বাইকটি মোট দুটি কলারে ভারতের বাজারে উপলব্ধ রয়েছে। আপনি চাইলে Nexus Blue এবং ব্লেক রেড অপশন বেছে নিতে পারেন। আমরা আপনাদের বলি, Hero MotoCorp মূলত ভারতের বাজারে Honda Shine-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের সেরা বাইক লঞ্চ করেছে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, তাদের এই সুপার বাইক প্রতি লিটার তেলে 70 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। অর্থাৎ আপনি চাইলে সবচেয়ে কম দামে বাজারের সেরা বাইকের মালিক হতে পারেন।

About Author