ভারতের ইলেকট্রিক স্কুটার সেগমেন্ট এই মুহূর্তে দারুনভাবে গ্রোথ নিতে শুরু করেছে। আজকালকার দিনে সবাই নিজের জন্য একটা ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবছেন। আজকালকার দিনে যেরকম পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে, সে দিক থেকে দেখতে গেলে ইলেকট্রিক স্কুটার এখন অনেকটাই বেশি সাশ্রয়ী। ইলেকট্রিক স্কুটার এখন প্রত্যেক বাড়ির একটা প্রয়োজন হয়ে উঠেছে। বাজারে প্রতিনিয়ত নতুন নতুন মডেলের ইলেকট্রিক স্কুটার লঞ্চ হচ্ছে। তবে সব ইলেকট্রিক স্কুটার কেনার সাধারণ মানুষের পক্ষে সহজ নয় কারণ এদের দাম একটু বেশি থাকে। তাই আপনাদের কথা মাথায় রেখে এবার আমরা আপনাদের জন্য কিছু সস্তায় ইলেকট্রিক স্কুটার এর তালিকা নিয়ে এসেছি যা আপনার জন্য ভালো বিকল্প হতে পারে।
১. Avon E Plusইলেকট্রিক স্কুটারের এই মডেলটি সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক স্কুটার সেগমেন্টের সব থেকে সস্তা ইলেকট্রিক স্কুটার। এই স্কুটারের সাথে কোম্পানি সাইকেলের প্যাডেলের অপশন দিয়েছে যাতে চার্জ শেষ হয়ে গেলে এটাকে সাধারণ সাইকেলের মতো চালানো যায়। এই ইলেকট্রিক স্কুটার এটি ৪৮ ভোল্টের ব্যাটারি দেওয়া হয়েছে। সম্পূর্ণ চার্জে 50 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে এই ইলেকট্রিক স্কুটার। এর দাম শুরু হচ্ছে ২৫ হাজার টাকা থেকে।
২. Ujaas eZyএই ইলেকট্রিক স্কুটারে আপনারা একটি ৪৮ ভোল্টের লেড অ্যাসিড ব্যাটারি পেয়ে যাচ্ছেন। কোম্পানি দাবি করছে একবার এই বৈদ্যুতিক স্কুটারটি যদি আপনি চার্জ দিয়ে দেন, তাহলে সর্বমোট ৬০ কিলোমিটার পর্যন্ত রাইডিং রেঞ্জ দিতে পারবে এই ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক স্কুটার এর দাম ৩১,৮৮০ টাকা। বর্তমানে শুধুমাত্র দিল্লিতে এই ইলেকট্রিক স্কুটার পাওয়া যাচ্ছে।
৩. Valev Motors Wave 01এই ইলেকট্রিক স্কুটারটি দেশের সবথেকে সস্তা ইলেকট্রিক স্কুটার এর তালিকার অন্যতম। গার্হস্থ কাজের পাশাপাশি বাণিজ্যিক ব্যবহারের জন্য আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি ব্যবহার করতে পারেন। এই ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম মূল্য ৩২,৫০০ টাকা। এই Wave 01 ইলেকট্রিক স্কুটারে আপনি ৪৮ ভোল্টের একটি লেড অ্যাসিড ব্যাটারি পেয়ে যাবেন। একবার চার্জ করলে আপনি ৮০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে।