Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ৪৯৯ টাকাতেই বুক করে নিন দেশের সবথেকে সস্তা ইলেকট্রিক স্কুটার

দেশে যে সমস্ত ইলেকট্রিক যানবাহন চলে সেগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হল স্কুটার অথবা মোটরসাইকেল। তবে ইলেকট্রিক চালিত হওয়ার কারণে, ইলেকট্রিক স্কুটার কিংবা ইলেকট্রিক মোটরসাইকেল কিছুটা দামি হয়। এই কারণে কিন্তু…

Avatar

দেশে যে সমস্ত ইলেকট্রিক যানবাহন চলে সেগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হল স্কুটার অথবা মোটরসাইকেল। তবে ইলেকট্রিক চালিত হওয়ার কারণে, ইলেকট্রিক স্কুটার কিংবা ইলেকট্রিক মোটরসাইকেল কিছুটা দামি হয়। এই কারণে কিন্তু অনেক মানুষ এই ধরনের ইলেকট্রিক গাড়ি কিনতে চান না। এই অবস্থায়, সরকারের তরফ থেকেও চিন্তাভাবনা করা হয়েছে ভারতে একটি ইলেকট্রিক ইকোসিস্টেম তৈরি করার। সাধারণ মানুষকে ইলেকট্রিক গাড়ি চালানোর কার্যকারিতা বোঝানোর জন্যই এই নতুন মিশন নিয়েছে সরকার। আর তাতে সহায়তা করতে এগিয়ে এসেছে বেশ কিছু নামজাদা ইলেকট্রিক গাড়ি কোম্পানি।

কিন্তু তবুও, যদি আপনি ভারতীয় মার্কেটে বিচার করেন তাহলে ইলেকট্রিক চালিত স্কুটার কিনতে কম বেশি হলেও আপনার ১ লক্ষ টাকার কাছাকাছি খরচ পড়ে যাবে। বর্তমানে আমাদের ভারতে ওলা, চেতক, এথার, সিম্পল ওয়ানের মতো একাধিক ইলেকট্রিক স্কুটার উপলব্ধ রয়েছে। কিন্তু তার মধ্যেও, এমন কিছু ইলেকট্রিক স্কুটার ভারতে বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে, যেগুলি একেবারে গেম চেঞ্জ করে দিতে পারে। আজকে আমরা এমন একটি স্কুটার এর ব্যাপারে আপনাকে জানাবো, যে স্কুটারের দাম পেট্রোল চালিত স্কুটার এর থেকেও কম। পাশাপাশি, আপনারা মাত্র ৫০০ টাকা খরচ করেই বুক করে নিতে পারেন এই নতুন স্কুটার। চলুন জেনে নেওয়া যাক এটির ব্যাপারে আরও বিস্তারিত ভাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাউন্স কোম্পানির ইনফিনিটি ই১ (Bounce Infinity E1) হল এই স্কুটারটির নাম এবং গত ডিসেম্বর ২০২১ এ স্কুটার টি লঞ্চ করা হয়েছিল। এই স্কুটার এর নির্মাতা কোম্পানি হলো বেঙ্গালুরুর একটি রাইড শেয়ারিং স্টার্টআপ কোম্পানি বাউন্স। আপনাদের জানিয়ে রাখি, যদি আপনারা এই স্কুটার একেবারে ব্যাটারি সমেত কিনতে চান তাহলে আপনার খরচ পড়বে মাত্র ৬৮,৯৯৯ টাকা। অন্যদিকে যদি আপনারা ব্যাটারি প্যাক না নিয়েই স্কুটার কিনতে চান তাহলে আপনার খরচ পড়বে ৪৫,০৯৯ টাকা, অর্থাৎ ৫০,০০০ টাকার কমেই আপনারা একটি ব্র্যান্ড নিউ ইলেকট্রিক স্কুটার কিনে ফেলতে পারবেন। এটি হতে চলেছে ভারতের প্রথম ইলেকট্রিক স্কুটার, যেটি ব্যাটারি প্যাক ছাড়াই আপনারা কিনতে পারবেন।

অত্যন্ত কম দামে স্কুটার উপলব্ধ হলেও, স্কুটার এর স্পেসিফিকেশন যথেষ্ট ভালো। এই স্কুটারে ব্যবহার করা হয়েছে নতুন প্রযুক্তি নির্মিত সোয়াপেবল ব্যাটারি প্যাকেজ। আপনি কোন ব্যাটারি না কিনেই মাত্র ৪৫,০৯৯ টাকায় কিনতে পারবেন ইলেকট্রিক স্কুটার। তবে, আপনার হয়তো এখন ভাবছেন ব্যাটারি ছাড়া এই ইলেকট্রিক স্কুটার কিভাবে ব্যবহার করবেন? চিন্তা করার কোনো কারণ নেই, ইলেকট্রিক স্কুটার এর ব্যাটারি আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন। অর্থাৎ, সহজ কথায় বলতে গেলে আপনারা এই ব্যাটারি ভাড়া নিতে পারবেন এবং সোয়াপিং স্টেশনে গিয়ে এই ব্যাটারি চার্জ করে নিতে পারবেন। শুধু আপনার ব্যাটারি সোয়াপ করার খরচ আপনাকে দিতে হবে।

About Author