Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজই বুক করুন, মাত্র 19,999 টাকায় ঝড় তুলছে এই Electric Scooter

মাত্র ২০ হাজার টাকায় ইলেকট্রিক স্কুটার! এক চার্জে ১৮০ কিমি রেঞ্জ— এমন সুযোগ আগে কখনও পাওয়া যায়নি। ভারতীয় টু-হুইলার বাজারে ইলেকট্রিক যানবাহনের বিক্রি ক্রমশ বাড়ছে। একদিকে বড় কোম্পানিগুলি একের পর…

Avatar

মাত্র ২০ হাজার টাকায় ইলেকট্রিক স্কুটার! এক চার্জে ১৮০ কিমি রেঞ্জ— এমন সুযোগ আগে কখনও পাওয়া যায়নি। ভারতীয় টু-হুইলার বাজারে ইলেকট্রিক যানবাহনের বিক্রি ক্রমশ বাড়ছে। একদিকে বড় কোম্পানিগুলি একের পর এক প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করছে, অন্যদিকে বেশ কিছু ব্র্যান্ড গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বাজেট-ফ্রেন্ডলি বিকল্প। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এখন মাত্র ২০,০০০ থেকেই ইলেকট্রিক স্কুটার কেনা সম্ভব। কম খরচে আধুনিক ফিচার আর দীর্ঘ রেঞ্জের সুবিধা গ্রাহকদের কাছে এটিকে আরও জনপ্রিয় করছে।

পারফরম্যান্স ও ব্যাটারি

এই ইলেকট্রিক স্কুটারে ব্যবহৃত হয়েছে ৩.৫ kWh ব্যাটারি প্যাক, যা একবার ফুল চার্জে সর্বোচ্চ ১৮০ কিমি রেঞ্জ দেয়। শহরে দৈনন্দিন যাতায়াতের জন্য এই রেঞ্জ যথেষ্টের বেশি। ব্যাটারিটি ফুল চার্জ হতে সময় নেয় প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা। যাঁরা লং রাইডে যান না, তাঁদের জন্য এটি একটি উপযুক্ত বিকল্প হতে পারে। এর টপ স্পিড ৫৫-৬০ কিমি/ঘণ্টা, যা শহরের যানজটে সহজে চালানোর জন্য উপযুক্ত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ফিচারস

বাজেট স্কুটার হলেও এতে আধুনিক ফিচারের কোনো অভাব নেই।

  • ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে স্পিড, ব্যাটারি লেভেল, ক্লক ও আরও নানা তথ্য পাওয়া যায়।

  • ৩টি রাইডিং মোড, যা অনুযায়ী গ্রাহক নিজের প্রয়োজন মেটাতে পারবেন।

  • ফুলি LED লাইটিং সিস্টেম, যা রাতে ভালো ভিউ দেয়।

  • USB চার্জিং পোর্ট থাকায় মোবাইল ফোনও চার্জ করা যায়।

  • স্কুটারের ভেতরে রয়েছে ২১ লিটার স্টোরেজ স্পেস, যেখানে হেলমেট, বাজারের ব্যাগ বা ছোট জিনিস সহজেই রাখা যায়।

দাম ও ভ্যারিয়েন্ট

এই স্কুটারের দামই এর সবচেয়ে বড় আকর্ষণ। এর বেস মডেলের দাম মাত্র ২০,০০০ থেকে শুরু, আর টপ ভ্যারিয়েন্টের দাম প্রায় ১ লক্ষ পর্যন্ত যেতে পারে। এত কম মূল্যে এত ফিচার আগে খুব কমই পাওয়া গেছে। এর ফলে সাধারণ মধ্যবিত্ত গ্রাহকের নাগালেই ইলেকট্রিক যান পৌঁছে যাচ্ছে।

কোথায় পাওয়া যাবে

গ্রাহকরা এই স্কুটার অনলাইন প্ল্যাটফর্মে অর্ডার করতে পারবেন। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ডিলার নেটওয়ার্ক এবং অনলাইন মার্কেটপ্লেসে এই স্কুটারের একাধিক ডিলার লিস্টেড রয়েছে। সরাসরি যোগাযোগ করেই বুকিং বা কেনা সম্ভব।

বর্তমানে ইলেকট্রিক টু-হুইলার মার্কেটে Ola Electric, Ather, TVS এবং Hero Electric-এর মতো ব্র্যান্ড রাজত্ব করছে। তবে এদের স্কুটারের দাম সাধারণত ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ বা তারও বেশি। সেখানে ২০,০০০-৫০,০০০ রেঞ্জে এই নতুন বাজেট স্কুটারগুলি গ্রাহকদের জন্য গেম-চেঞ্জার হয়ে উঠতে পারে। যেখানে Ola S1 Air এক চার্জে প্রায় ১৫০ কিমি রেঞ্জ দেয়, তার দাম প্রায় ১.২ লক্ষ। অপরদিকে Hero Electric Optima-এর দাম ৮৫,০০০ থেকে শুরু, রেঞ্জ প্রায় ১৪০ কিমি। কিন্তু নতুন বাজেট ই-স্কুটার মাত্র ২০,০০০ খরচেই ১৮০ কিমি রেঞ্জ দিচ্ছে। তুলনামূলকভাবে এটি অনেক বেশি লাভজনক মনে হচ্ছে।

About Author