Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Changes from 1st February: টান পড়তে পারে পকেটে, ১ ফেব্রুয়ারি থেকে এই জরুরী নিয়মগুলি পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার

১ ফেব্রুয়ারি থেকে অর্থ সংক্রান্ত অনেক নিয়মে পরিবর্তন আসতে চলেছে ভারতে। এই নিয়মগুলি সরাসরি প্রভাবিত করতে চলেছে মধ্যবিত্ত সমাজকে। বাজেট পেজ থেকে শুরু করে ক্রেডিট কার্ডে নিয়ম পরিবর্তন কিংবা এলপিজি…

Avatar

১ ফেব্রুয়ারি থেকে অর্থ সংক্রান্ত অনেক নিয়মে পরিবর্তন আসতে চলেছে ভারতে। এই নিয়মগুলি সরাসরি প্রভাবিত করতে চলেছে মধ্যবিত্ত সমাজকে। বাজেট পেজ থেকে শুরু করে ক্রেডিট কার্ডে নিয়ম পরিবর্তন কিংবা এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন থেকে শুরু করে বেশ কিছু ঘোষণা এদিন হতে পারে বলে মনে করা হচ্ছে। ফেব্রুয়ারি শুরুতে মোদি সরকার লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে। আর সেই বাজেটের প্রাক্কালে ১ ফেব্রুয়ারি থেকে আসবে বেশ কিছু পরিবর্তন। কর্পোরেট মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই তাকিয়ে রয়েছেন এই বাজেটের দিকে। এই বাজেটে বেশ কিছু নিয়ম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধনের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে চলেছে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। অর্থাৎ এবারে ক্রেডিট কার্ডের মাধ্যমে কোন ভাড়া পরিশোধ করার আরো ব্যয়বহুল হতে চলেছে। ইতিমধ্যেই ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ড ধারীরা বড় ধাক্কা খেয়েছেন। কোম্পানি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধের উপর এবার থেকে ১ শতাংশ ফি চার্জ করা হবে এবং এই নতুন নিয়ম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও প্রতিমাসের প্রথম তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। এর মধ্যে ফেব্রুয়ারি মাসের প্রথম তারিখের দাম বৃদ্ধি কিংবা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সম্ভাবনা রয়েছে, ফেব্রুয়ারি মাসে গ্যাসের দাম পরিবর্তন হবে না। অন্যদিকে দেশের শীর্ষস্থানীয় অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটর যাত্রীবাহী গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে ইতিমধ্যেই।

About Author