পরিবর্তন করুন আপনার আধারের ঠিকানা! জেনে নিন কিভাবে করবেন

Advertisement

Advertisement

প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ভারতীয় নাগরিকত্বের অন্যতম পরিচয় হলো আধার কার্ড। শুধু পরিচয়পত্র হিসেবে নয়, হাসপাতালে পেশেন্ট ভর্তি থেকে শুরু করে ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ড আবশ্যক মূলক। আধার কার্ড তৈরির পর বেশ কিছু মানুষের ঠিকানা আধার অন্তর্ভুক্তিতে ত্রুটি ধরা পড়েছে। যদি আপনারও আধার কার্ডে ঠিকানা ভুল এসে থাকে তবে সেটিকে নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই।

Advertisement

এবার সহজেই অনলাইন এর মাধ্যমে পরিবর্তন করতে পারবেন আধার কার্ড এর ঠিকানা। এজন্য ইউআইডিএআই এর ওয়েবসাইট এ যেতে হবে। এরপর আপডেট অ্যাড্রেস অপশনে ক্লিক করতে হবে। বারো সংখ্যার আধার নম্বর দিতে হবে। এরপর text verification অপশনে ক্লিক করতে হবে। তারপর একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। অ্যাড্রেস অপশন বক্সে ক্লিক করতে হবে। তারপর সঠিক ঠিকানা লিখে সাবমিট করতে হবে।

Advertisement
Tags: Aadhar Card

Recent Posts