তড়িৎ ঘোষ: পয়লা এপ্রিল ২০২০ শুরু হতে চলা আইপিএল এ ম্যাচ আরোও এক ঘন্টা আগে শুরু হওয়ার সম্ভাবনা। সম্প্রচারকারী সংস্থা ও অনেক ফ্রাঞ্চাইজি কয়েক বছর আগে থেকেই ম্যাচ এগিয়ে আনার পক্ষে প্রস্তাব রেখেছে।
ফ্রাঞ্চাইজির পক্ষে যুক্তি দেখানো হয়েছে যে ম্যাচ শেষে তাদের দর্শকদের বাড়ি ফিরতে অনেক রাত্রি হয়ে যায়, বাস ট্রেন কম থাকে এবং দর্শকদের নিরাপত্তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowঅনেক ধারাভাষ্যকার ও ম্যাচ আগে শুরু করার পক্ষে সওয়াল করেন। এছাড়াও ফাইনাল ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হতে হতে রাত্রি ১২ টা পেরিয়ে যায় এবং পরবর্তী দিন হয়ে যাওয়ায় অতিরিক্ত অর্থ খরচ হয়।
প্রসঙ্গত চলতি বছরের ১৯ শে ডিসেম্বর কলকাতায় হতে চলা এবারের নিলামের সময় বোর্ড এবিষয়ে আলোচনা করার কথা জানিয়েছে।