অভিনেতা চন্দন রায় সান্যাল (Chandan Roy shanyal) মানেই শক্তিশালী অভিনয় ও যৌন আবেদনের সংমিশ্রণ। চন্দনের সঙ্গে যদি তাঁর সমতুল্য কোনো নায়িকা জুটি বাঁধতে পারেন, তিনি হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna sengupta)। সম্প্রতি চন্দন ও ঋতুপর্ণা পৌঁছেছেন দার্জিলিঙ। সেখানে চলছে সানি রায় (sunny Roy) পরিচালিত হিন্দি ফিল্ম ‘সল্ট’-এর শুটিং। দার্জিলিঙের পাহাড়ী আবহাওয়ায় শুট হলো ফিল্মের একটি গান ও কয়েকটি রোম্যান্টিক দৃশ্যের। চন্দন ও ঋতুপর্ণার রসায়ন ঠান্ডা আবহাওয়ায় ছড়িয়ে দিল উষ্ণতা।
ফিল্মের পরিচালক সানি জানিয়েছেন, ‘সল্ট’-এর পরিকল্পনা করোনা পূর্ববর্তী সময়ে করা হলেও লকডাউনের কারণে থেমে গিয়েছিল ফিল্মের প্রি-প্রোডাকশনের কাজ। করোনা অতিমারীর কারণে লকডাউনের ফলে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির যথেষ্ট আর্থিক ক্ষতি হয়েছে। এই কারণে কমে গিয়েছে ফিল্মের বাজেটও। ফলে এই মুহূর্তে সানির লোকবল কম এবং যথেষ্ট টাইট শিডিউলের মধ্যে ‘সল্ট’-এর শুটিং শেষ করার চ্যালেঞ্জ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now‘সল্ট’ মূলতঃ একটি রোম্যান্টিক ফিল্ম হলেও ফিল্মের চিত্রনাট্যে রয়েছে থ্রিলিঙ এলিমেন্ট। ‘সল্ট’-এর নায়ক শঙ্কর চুপচাপ ও লাজুক স্বভাবের ছেলে হলেও একসময় সে তার বসের প্রেমিকা মায়াকে ভালোবেসে ফেলে। প্রাণোচ্ছল মেয়ে মায়াও পছন্দ করে শঙ্করকে। কিন্তু শঙ্করের বলা একটি মিথ্যা কথা পাল্টে দেয় শঙ্কর ও মায়ার জীবন। ‘সল্ট’-এ মায়ার চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা এবং শঙ্করের চরিত্রে অভিনয় করছেন চন্দন। এছাড়াও এই ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শুভম (Shubham), ঈশান মজুমদার (Ishan Majumdar) প্রমুখ। এর মধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হলো ‘সল্ট’-এর শুটিং-এর কিছু ছবি।