Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

উত্তাল হতে পারে নদী-সমুদ্র, বইবে ঝড়, আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এই জেলায়

নিম্নচাপ এবং পূর্ণিমার কোটাল এর কারনে বুধ এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র উপকূলবর্তী পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়। দীঘা সহ সমুদ্র উপকূলের বেশ কিছু জায়গায় সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা…

Avatar

নিম্নচাপ এবং পূর্ণিমার কোটাল এর কারনে বুধ এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্র উপকূলবর্তী পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়। দীঘা সহ সমুদ্র উপকূলের বেশ কিছু জায়গায় সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জ্বানাচ্ছে হাওয়া অফিস। এই দুই দিন ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। উত্তাল হতে পারে নদী এবং সমুদ্র।

পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মাছ ধরার মরশুম। সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগর এবং পাথরপ্রতিমা এলাকার বেশ কিছু জায়গায় শুরু হয়েছে মাছ ধরার কাজকর্ম। এছাড়াও দীঘার আশেপাশে শংকরপুর, জুনপুট এর মত জায়গায় ভিড় জমাতে শুরু করেছেন মৎসজীবীরা। ইতিমধ্যেই কয়েক হাজার ট্রলার মাছ ধরতে মাঝ সমুদ্র অব্দি চলে গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে তার মধ্যেই বাঁধ সেধেছে আবহাওয়া। মৎস্য দপ্তরের তরফ থেকে আজ বিকেলের মধ্যেই সব ট্রলারসহ মৎস্যজীবীদের নিরাপদ আশ্রয়ে ফিরে আসার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আগামীকাল অর্থাৎ বুধবার এবং পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার মাছ ধরার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। মৎস্যদপ্তরের তরফ থেকে কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ এবং সাগরের মৎস্য বন্দরগুলিতে মাইক বাজিয়ে প্রচার চালানো শুরু হয়েছে। দীঘার মৎস্য বন্দরগুলিতেও শুরু হয়েছে সতর্কবার্তা জারি করা।

About Author