Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্যানিটাইজেশন টানেল নিষিদ্ধ করছে কেন্দ্র, দ্রুত শুনানি শীর্ষ আদলতে

ভারতঃ করোনা আবহে এখন নিত্যসঙ্গী মাস্ক এবং স্যানিটাইজার। নিজের সুরক্ষা বজায় রাখতে এখন ভগবানের পাশাপাশি আরো একটি ভরসা হলো স্যানিটাইজার। সকাল বিকেল যখন তখন যতবার নিজের হাত আর শরীর স্যানিটাইজ…

Avatar

ভারতঃ করোনা আবহে এখন নিত্যসঙ্গী মাস্ক এবং স্যানিটাইজার। নিজের সুরক্ষা বজায় রাখতে এখন ভগবানের পাশাপাশি আরো একটি ভরসা হলো স্যানিটাইজার। সকাল বিকেল যখন তখন যতবার নিজের হাত আর শরীর স্যানিটাইজ করা সম্ভব হবে ততোই ভালো।

এমনকি করোনা সংক্রমণ রুখতে দেশের বিভিন্ন অফিস, শপিং মল, এবং জনবহুল স্থানে বসানো হয়েছিলো স্যানিটাইজেশন টানেল। এই টানেলের মাধ্যমে স্যানিটাইজড হয়ে যায় গোটা শরীর। কিন্তু এই স্যানিটাইজার কি আদতেও শরীরের পক্ষে ভালো নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন। আর স্যানিটাইজ টানেলও কি শরীরের পক্ষে স্বাস্থ্যকর সেই নিয়েও সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সেই মামলার ভিত্তিতেই আজ শীর্ষ আদালতে কেন্দ্রীয় সলিসিটার জেনারেল বলেন, কেন্দ্রের তরফে গোটা দেশে নিষিদ্ধ করে দেওয়া হবে এই স্যানিটাইজেশন টানেল,কারণ এই ধরনের টানেল স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। গত ১২ অগাস্ট এনিয়ে কেন্দ্রের মতামতও জানতে চেয়েছিলো শীর্ষ আদালত। এমনকি এই নিয়ে মঙ্গলবারই প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছেন সলিসিটার জেনারেল।

About Author