Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সব খারাপ পরিস্থিতির জন্য তৈরী আছে কেন্দ্র, এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলির মতো করোনা ভাইরাস ভয়ঙ্কর আকার নিতে পারবে না ভারতে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনে করোনা বেশ জোরালো আকার নিয়েছে। সেরকম অবস্থা ভারতে হবে…

Avatar

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলির মতো করোনা ভাইরাস ভয়ঙ্কর আকার নিতে পারবে না ভারতে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেনে করোনা বেশ জোরালো আকার নিয়েছে। সেরকম অবস্থা ভারতে হবে না, এমন আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া তিনি এটাও বলেছেন যেকোনো রকমের খারাপ পরিস্থিতির জন্য তৈরী রয়েছে কেন্দ্র।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে দেশে করোনা চিকিৎসার জন্য ৮৪৩ টি হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে। প্রায় ১,৬৫,৯৯১ টি বেড রয়েছে। ১৯৯১ টি করোনা সেন্টার রয়েছে বলেও তিনি জানিয়েছেন। দেশে মোট ৭৬৪৫ টি কোয়ারেন্টাইন সেন্টার তৈরী করা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ৩২ লাখের বেশি পিপিই দেওয়া হয়েছে। আর প্রায় ৬৯ লক্ষ এন-৯৫ মাস্ক দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দেশে এখনও পর্যন্ত করোনাতে মৃত্যুর হার ৩.৩ শতাংশ। গত ৩ দিনে করোনা সংক্রমণের হার দ্বিগুন হবার হার হয়েছে ১১ দিনে। আর সুস্থতার হার হয়েছে ২৯.৯ শতাংশ। এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬০ হাজারের কাছাকাছি।

About Author