Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এখন অবসরের পর কর্মচারীরা পেনশন পাবেন না, ঘোষণা করেছে সরকার

কেন্দ্রীয় সরকার কর্মীদের জন্য পেনশন ও গ্র্যাচুইটির নিয়মে বড় বদল এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, কর্মজীবনে গুরুতর অপরাধ বা গাফিলতি করলে অবসর গ্রহণের পর পেনশন ও গ্র্যাচুইটি বন্ধ করে দেওয়া হবে।…

Avatar

কেন্দ্রীয় সরকার কর্মীদের জন্য পেনশন ও গ্র্যাচুইটির নিয়মে বড় বদল এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, কর্মজীবনে গুরুতর অপরাধ বা গাফিলতি করলে অবসর গ্রহণের পর পেনশন ও গ্র্যাচুইটি বন্ধ করে দেওয়া হবে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সিভিল সার্ভিস (পেনশন) নিয়ম, ২০২১-এর ৮ নম্বর নিয়মে পরিবর্তন এনেছে। এই নিয়ম অনুযায়ী, যদি কোনো কেন্দ্রীয় কর্মচারী চাকরির সময় গুরুতর অপরাধ বা দায়িত্বে গাফিলতি করেন, তবে অবসরের পর তাদের পেনশন ও গ্র্যাচুইটি বন্ধ করে দেওয়া হবে।

এই নিয়ম কেবলমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যই প্রযোজ্য নয়, ভবিষ্যতে রাজ্য সরকারও এই নিয়ম চালু করতে পারে। সরকার কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নিয়ম সম্পর্কে সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করা হয়েছে। দোষী কর্মচারীদের সনাক্তকরণের জন্য তদন্ত করা হবে এবং প্রমাণিত হলে তাদের পেনশন ও গ্র্যাচুইটি বন্ধ করে দেওয়া হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই নিয়মের মাধ্যমে কেন্দ্রীয় সরকার কর্মীদের মধ্যে কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল কর্মপরিবেশ তৈরি করতে চায়। নতুন নিয়মের ফলে কর্মীদের মধ্যে কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে, দায়িত্বশীল কর্মপরিবেশ তৈরি হবে। এছাড়াও ভবিষ্যতের ভয়ে দুর্নীতি ও কাজে গাফিলতি কমে আসবে। এতে অন্যদিকে সরকারের আর্থিক ক্ষতি রোধ হবে। সর্বশেষে, কেন্দ্রীয় সরকার কর্মীদের সতর্ক করে বলেছে যে নতুন নিয়মের ব্যাপারে তারা কঠোর নীতি গ্রহণ করবে।

About Author