Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার বদল হবে পশ্চিমবঙ্গের নাম! নয়া নাম কি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী?

পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তন করে বাংলা রাখা হবে এই নিয়ে বেশ কয়েকবছর ধরেই আলোচনা চলছে। এবার পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার প্রস্তাব কেন্দ্র পেয়েছে, তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ…

Avatar

পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তন করে বাংলা রাখা হবে এই নিয়ে বেশ কয়েকবছর ধরেই আলোচনা চলছে। এবার পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার প্রস্তাব কেন্দ্র পেয়েছে, তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি গতকাল মঙ্গলবার লোকসভায় তৃণমূল সাংসদ সাঈদা আহমেদের একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, “পশ্চিমবঙ্গের পরিবারের নাম বাংলা করার প্রস্তাব পৌঁছেছে। রাজ্যের এমন প্রস্তাব নিয়ে কেন্দ্র আলোচনা করছে।”

আসলে লোকসভায় তৃণমূল সাংসদ সাইদা আহমেদ কেন্দ্রের কাছে জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রক দেশের কতগুলি শহরের নাম পরিবর্তন অনুমোদন দিয়েছে? বা হেরিটেজ জায়গাগুলির নাম পরিবর্তনের ক্ষেত্রে নতুন কোনো গাইডলাইন আনা হয়েছে নাকি। এর উত্তরে নিত্যানন্দ রায় জানিয়েছেন, গত পাঁচ বছরে কেন্দ্র মোট ৭ টি শহরের নাম বদলের ছাড়পত্র দিয়েছে। তারিখ উল্লেখ করে তিনি বলেন, “এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ রেখেছে উত্তরপ্রদেশ সরকার। ২০১৮ সালের ১৫ ডিসেম্বর রাজ্য সরকারকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও তিনি জানিয়েছেন যে রাজামুন্দ্রাই শহরের নাম রাজা মহেন্দ্রবরম রাখার জন্য ২০১৭ সালের ৩ আগস্ট অন্ধ সরকারকে এনওসি দেওয়া হয়। এছাড়া মধ্যপ্রদেশের তিনটি শহর বিরশিঙ্গপুর, পালি, হোশঙ্গাদাবাদ, বাবাই শহরের নাম পরিবর্তনের পর নাম রাখা হয়েছে মা বিরাসীনি ধাম, নর্মদাপূরম ও মাখননগর। এছাড়াও ২০২২ সালের মার্চ মাসে পাঞ্জাবের শ্রী হরগোবিন্দপুর শহর বদলে শ্রী হরগোবিন্দপুর সাহিবের নাম রাখার জন্য অনুমোদন পাওয়া গেছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গের নাম বদলের প্রসঙ্গে তিনি বলেছেন, “বাংলা হিন্দি ও ইংরেজিতে পশ্চিমবঙ্গের বদলে বাংলা নাম করার প্রস্তাব এসেছে। শেষ ৫ বছরে নাম বদলের যে সমস্ত প্রস্তাব এসেছে, তাতে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে কেন্দ্র।”

About Author