ভারতঃ লকডাউন পর্বে নানা ভাবে অসংখ্য পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটেছিল। কিন্তু সেই মৃত্যুর সংখ্যা ঠিক কতো তা জানা নেই কারো। এমন কি সেই নথি নেই খোদ কেন্দ্রীয় সরকারের কাছেও। গতকাল বিজেপিকে নিশানা করে এই নিয়ে তোপ দাগেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
ওই দিন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন “গোটা দুনিয়া ওদের মৃত্যু দেখেছে। একমাত্র মোদি সরকারের কাছে কোন খবর নেই। তাই বলে কি অদের মৃত্যু হয়নি?” সম্প্রতি লকডাউনে কাজ চলে যাওয়ার দেশের অনেক মানুষদের আর্থিক সমস্যা প্রকট হয়ে উঠেছে। তার মধ্যে সবথেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে পরিযায়ী শ্রমিকরা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌছাতে তাদের কারোর রাস্তায় মৃত্যু হয়েছে কারো বা অনাহারে। যা প্রত্যেক ভারতবাসিরই জানা। কিন্তু তাই বলে সরকারের কাছে নথি নেই সেটাও মানতে নারাজ বিরোধী দলরা। এই ধরনের সংখ্যা জানানোর কোনও যথাযথ পদ্ধতিও নেই সরকারের হাতে। এর আগেও একাধিক বার বাক্যবানে বিজেপিকে শানিয়েছেন রাহুল।
কখনো খাদ্য দ্রব্য মূল্য তো কখনো আবার করোনা পরিস্থিতি নিয়ে। তবে এদিন তার আক্রমণের বিষয় ছিলো পরিযায়ী শ্রমিক। কিন্তু তারপরেও সরকারের উদাসীনতার ভাব স্পষ্ট। এই বিতর্কের সূত্রেই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল আসলে “ফেক নিউজের” খপ্পরে পড়েই শ্রমিকদের এই হাল হয়েছিল। বলা হয়েছে ওই ধরনের বিভিন্ন খবরে কতদিন লকডাউন চলবে তা নিয়ে নানা রকম ভুল খবর লাগাতার প্রচার করা হচ্ছিল। আর এসব দেখার পরেই দেশের পরিযায়ী শ্রমিকদের এই খারাপ অবস্থা হয়। তবে শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে যেসব শ্রমিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের জন্য নতুন ভাবনাচিন্তার কথা ভাবছে কেন্দ্র।