Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সমপ্রেম বিবাহ ভারতের ঐতিহ্যে বেমানান, জানালো কেন্দ্র

ভারতঃ ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইনের আওতায় সমলিঙ্গ মানুষদের মধ্যে বিবাহের আর্জি জানিয়ে গত ৮ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেছিল চারজন। সমলিঙ্গের বিবাহে প্রথম থেকেই তারা নানা দিক থেকে…

Avatar

ভারতঃ ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইনের আওতায় সমলিঙ্গ মানুষদের মধ্যে বিবাহের আর্জি জানিয়ে গত ৮ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেছিল চারজন। সমলিঙ্গের বিবাহে প্রথম থেকেই তারা নানা দিক থেকে বিপদে পড়েছে বলেই হাইকোর্টে পিটিশন দাখিল করেছে। এর ভিত্তিতেই বিচারপতি প্রতীক জালান জানান, বিশ্বের সর্বত্রই এই মানসিকতায় পরিবর্তন এসেছে।

সমকামীদের বিবাহের ক্ষেত্রে পুরো ঘটনাটাই খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এসবের মাঝেই সমলিঙ্গের বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, “আমাদের আইন, সমাজ, মূল্যবোধ সমলিঙ্গ বিবাহকে স্বীকৃতি দেয় না। বিবাহ হল প্রতিশ্রুতিরক্ষা। যা সমলিঙ্গের বিবাহে থাকে না”।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি আরো জানান, “আমাদের সমাজ বিবাহ নাম একটি প্রতিষ্ঠানে বিশ্বাসী। একই লিঙ্গের দুটি মানুষ পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তা ঠিক পবিত্র সম্পর্কের প্রতিষ্ঠা করতে পারে না। হিন্দু বিবাহ মতে এটি নিষিদ্ধ সম্পর্ক”।

About Author