নয়াদিল্লি: নতুন প্রাইভেসি পলিসি (Privacy Policy) প্রত্যাহারের জন্য WhatsApp কর্তৃপক্ষকে নির্দেশ চিঠি পাঠাল কেন্দ্র। মঙ্গলবার সংস্থার প্রধান উইল ক্যাথকার্টকে (Will Cathcart) পাঠানো চিঠিতে মোদি সরকারের বার্তা, ‘ভারতীয় ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা এবং ডেটা সংক্রান্ত সুরক্ষাকে নিশ্চিত করুন। ভারতীয় ব্যবহারকারীদের জন্য মেসেজিং পরিষেবা সংক্রান্ত নতুন প্রাইভেসি পলিসি (privacy policy)র শর্তগুলি প্রত্যাহার করুন।’
এই চিঠিতে জানানো হয়েছে, গত ১১ জানুয়ারি থেকে WhatsApp-এর নতুন প্রাইভেসি পলিসি (privacy policy) সংক্রান্ত বিষয়টি কেন্দ্র নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে। WhatsApp-এর তথ্য ও ডেটা সুরক্ষা নীতি, গোপনীয়তা সংক্রান্ত নীতি এবং এনক্রিপশন সংক্রান্ত নীতি জানতে চেয়েছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। কেন্দ্রের পক্ষ থেকে WhatsApp কর্তৃপক্ষের কাছে নতুন ডেটা শেয়ারিং প্রোটোকল এবং ‘বিজনেস চ্যাট’ সংক্রান্ত পরিবর্তিত নীতি সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। জানতে চাওয়া হয়েছে, Facebook–সহ অন্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সঙ্গে ডেটা আদানপ্রদানের প্রোটোকল এবং বিজনেস অ্যাকাউন্টের সঙ্গে চ্যাট সংক্রান্ত তথ্য প্রকাশের ক্ষেত্রে অনুসৃত নীতি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভারতীয় ব্যবহারকারীদের থেকে পাওয়া তথ্য শেয়ার করার ক্ষেত্রে সম্মতি নেওয়ার বিষয়টি এবং অন্য দেশের ব্যবহারকারীদের ক্ষেত্রে WhatsApp-এর গোপনীয়তা সংক্রান্ত নীতি নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর চেয়েছে কেন্দ্র।
সোমবার দিল্লি হাইকোর্টে নতুন প্রাইভেসি পলিসি (privacy policy) সংক্রান্ত মামলার শুনানিতে WhatsApp-এর দুই আইনজীবী মুকুল রোহতগি এবং কপিল সিব্বল জানিয়েছিলেন, পরিবার এবং বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত ‘চ্যাট’ অসংরক্ষিত রাখার বিষয়ে পুরনো অবস্থানই বহাল রাখবে সংস্থা। নতুন নীতিতে শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্টের সঙ্গে সরাসরি চ্যাট সংক্রান্ত নিয়মে বদল আসতে চলেছে। নতুন প্রাইভেসি পলিসি (privacy policy) বাতিলের দাবিতে আইনজীবী চৈতন্য রোহিল্লার দায়ের করা ওই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৫ জানুয়ারি।