Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেশের সকলের কাছে করোনার ভ্যাকসিন পৌঁছে দিতে ৫০,০০০ কোটি টাকা প্রস্তুত রেখেছে মোদি সরকার

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যে উৎসব হলেও সকলের মাথায় এখনও একটাই চিন্তা, কবে আসবে করোনা ভ্যাকসিন। বিশ্বের অন্যান্য দেশের মতো ভ্যাকসিন তৈরি করেছে ভারতও। যার ট্রায়াল চলছে। কিন্তু কবে বাজারে আসবে…

Avatar

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যে উৎসব হলেও সকলের মাথায় এখনও একটাই চিন্তা, কবে আসবে করোনা ভ্যাকসিন। বিশ্বের অন্যান্য দেশের মতো ভ্যাকসিন তৈরি করেছে ভারতও। যার ট্রায়াল চলছে। কিন্তু কবে বাজারে আসবে ভ্যাকসিন, তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তবে করোনা ভ্যাকসিন আসলে দ্রুততার সঙ্গে সকল ভারতীয়র কাছে পৌঁছনোর জন্য সরকারের প্রস্তুতি সারা। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে দেশবাসীকে এমনটাই আশ্বস্ত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এবার জানা গেল দেশের প্রতিটি মানুষের কাছে কোভিড টিকা পৌঁছে দেওয়ার ব্যাপারে খরচ ধরা হয়েছে  মাথা পিছু ৪৫০ থেকে ৫০০ টাকা। অর্থাৎ ১৩০ কোটি দেশে কোভিড টিকা দেওয়ার জন্য ৫০,০০০ কোটি টাকা প্রস্তুত রেখেছে মোদি সরকার।

চলতি অর্থবর্ষের জন্যই ওই টাকার সংস্থান রাখা হয়েছে। তবে ৫০,০০০ কোটি টাকাও কম পড়ে যাবে বলে আশঙ্কা ভ্যাকসিন উৎপাদক সংস্থা সিরাম ইনস্টিটিউটের। তাদের দাবি, কম করে ৮০ হাজার কোটি টাকা খরচ হতে পারে। কারণ, শুধু তো ভ্যাকসিন উৎপাদনের খরচ নয়, প্রত্যন্ত এলাকায় তা পৌঁছতেও হবে। সেই খরচ অনেকটাই। মনে রাখতে হবে হিমালয়ের দুর্গম এলাকা থেকে আন্দামান নিকোবরে পৌঁছতে হবে ভ্যাকসিন। তবে সবাইকে একসঙ্গে দেওয়া যাবে না। অগ্রাধিকার ভিত্তিতে দিতে হবে টিকা। তবে সব মিলিয়ে ভ্যাকসিন হাতে আসা মাত্রই তা সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার, এমনটাই আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author