Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বড় ঘোষণা কেন্দ্রের, এবার থেকে ইপিএফ গ্রাহকদের সুদ মিলবে ৮.৫ শতাংশ

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার (Central Govt) ইপিএফ (EPF) গ্রাহকদের জন্য বড় ঘোষণা করেছে।এর ফলে দেশের প্রায় ছয় কোটি ইপিএফ একাউন্টধারীর অপেক্ষার অবসান ঘটল। কেন্দ্রের তরফ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে,…

Avatar

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার (Central Govt) ইপিএফ (EPF) গ্রাহকদের জন্য বড় ঘোষণা করেছে।এর ফলে দেশের প্রায় ছয় কোটি ইপিএফ একাউন্টধারীর অপেক্ষার অবসান ঘটল। কেন্দ্রের তরফ থেকে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে, ইপিএফ একাউন্টধারীদের প্রভিডেন্ট ফান্ডে বেশ বড়সড় বোনাস দিতে চলেছে।

কেন্দ্রের তরফ থেকে গৃহীত সিদ্ধান্ত অনুসারে, কেন্দ্রীয় সরকার ইপিএফ একাউন্ট ধারীদের প্রভিডেন্ট ফান্ডে বোনাস স্বরূপ ৮.৫ শতাংশ হারে সুদ দেবে। এই বছরের শেষ দিনেই কেন্দ্রীয় সরকারের এই বিশেষ ঘোষণা করেন কেন্দ্রীয় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি জানান “৩১শে ডিসেম্বর থেকেই ইপিএফ একাউন্ট ধারীরা কেন্দ্রীয় সরকারের এই বিশেষ ঘোষণার সুফল পাবেন। ২০২০ সালের শুরুর দিকেই মোদি সরকার ইপিএফ একাউন্ট ধারীদের ৮.৫ শতাংশ হারে সুদ প্রদানের আশ্বাস দিয়েছিলেন। তবে ২০২০তে তা সম্ভব হয়নি।

কিন্তু এবার বছর শেষের শেষ দিনেই দেশের প্রায় ছয় কোটি ইপিএফ একাউন্ট ধারীর একাউন্টে নির্ধারিত সুখ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।”

About Author