Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুজোর আগেই অ্যাকাউন্টে আসবে ১৪ হাজার ৪০০ টাকা, সরকারি কর্মীদের জন্য রয়েছে বড় আপডেট

পুজোর আগেই বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। পুজোর আগেই সরকারি কর্মীদের একাউন্টে ঢুকবে মোটা টাকা। সবকিছু ঠিকঠাক থাকলে এক এক জন সরকারি কর্মীর একাউন্টে ১৪ হাজার ৪০০ টাকা করে…

Avatar

পুজোর আগেই বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। পুজোর আগেই সরকারি কর্মীদের একাউন্টে ঢুকবে মোটা টাকা। সবকিছু ঠিকঠাক থাকলে এক এক জন সরকারি কর্মীর একাউন্টে ১৪ হাজার ৪০০ টাকা করে ঢুকতে চলেছে। পুজোর আগে এই সেপ্টেম্বর মাসে এই নতুন মহার্ঘ ভাতার হার ঘোষণা হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ পুজোর আগেই সরকারি কর্মীদের একাউন্টে মহার্ঘ ভাতা বাবদ মোটা অংকের টাকা ঢুকতে চলেছে। বর্তমানে মহার্ঘ ভাতা জন্য লাখ লাখ সরকারি কর্মচারী অপেক্ষা করে চলেছেন। সরকার এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা বাড়াবে বলে জানা গিয়েছে। সেপ্টেম্বর মাসের ১৬ থেকে ২৫ তারিখের মধ্যে ঘোষণা হবে নতুন মহার্ঘ ভাতা এবং মহার্ঘ্য ত্রাণের হার। অর্থাৎ দুর্গাপূজা এবং নবরাত্রির আগে সুখবর পাবেন সরকারি কর্মচারীরা।

কতটা বাড়বে মহার্ঘ ভাতা?

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন, যা ১ জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর হয়েছে। মহার্ঘ ভাতা বৃদ্ধির আগে গত কয়েক মাসে বাড়ি ভাড়া ভাতা বাবদ অনেক টাকা বৃদ্ধি করেছে সরকার। সরকার সাধারণত বার্ষিকভাবে মহার্ঘ ভাতা বাড়িয়ে থাকে দুবার, মার্চ মাসে এবং সেপ্টেম্বর মাসে। ইতি মধ্যেই মার্চ মাসের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হয়ে গিয়েছে। সরকারি কর্মচারীদের অপেক্ষা করছেন সেপ্টেম্বর মাসের মহার্ঘ ভাতা ঘোষণার জন্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সরকারি কর্মচারীরা আশা করছেন, এবারে এক ধাক্কায় তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে সরকার। অর্থাৎ, হিসাব মতো যদি কোন সরকারি কর্মচারীর বেতন ৪০ হাজার টাকা হয়ে থাকে, তাহলে তিনি ৩ শতাংশের হিসাবে ১২০০ টাকা অতিরিক্ত পাবেন। অর্থাৎ এক বছরে ১৪ হাজার ৪০০ টাকা বাড়বে তার বেতন। অন্যদিকে যাদের বেতন স্কেল বেশি, তারা আরো বেশি বেতন পেতে পারবেন।

AICPI এর উপর নির্ভর করে বাড়ছে মহার্ঘ ভাতা

সরকারি সূত্রের খবর, জুন মাস পর্যন্ত AICPI ইনডেক্স দেখে বিবেচনা করে তারপরেই মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেবে সরকার। কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বর্তমানে মহার্ঘ ভাতার হার ৫০ শতাংশ। অন্যদিকে করোনাভাইরাসের সময়, একটা দীর্ঘ সময় পর্যন্ত মহার্ঘ ভাতা পাননি কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা। সেটা এরিয়ার হিসেবে আসতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাউন্টে। অর্থাৎ সবমিলিয়ে বর্ষা অধিবেশনের পর পুজোর আগে একটা বিরাট প্রাপ্তি হতে চলেছে সরকারি কর্মচারীদের। ২০২৪ সালের জুলাই থেকে এই নতুন মহার্ঘ ভাতা কার্যকর হবে। পাশাপাশি এরিয়ার হিসেবে প্রায় ১৮ মাসের টাকা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

About Author