Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

টাকাই টাকা, বুড়ো বয়সে অর্থ কষ্টে না ভুগে কোটিপতি হওয়ার সুযোগ রয়েছে এই স্কিমে

বর্তমান সময়ে সবাই অবসর জীবন নিয়ে বেশ চিন্তিত। তবে এখন আপনাকে টেনশন নিতে হবে না। কারণ আপনি সরকারের চমৎকার পেনশন স্কিমে টাকা বিনিয়োগ করে ভালো পরিমাণ আর্থিক সুবিধা লাভ করতে…

Avatar

বর্তমান সময়ে সবাই অবসর জীবন নিয়ে বেশ চিন্তিত। তবে এখন আপনাকে টেনশন নিতে হবে না। কারণ আপনি সরকারের চমৎকার পেনশন স্কিমে টাকা বিনিয়োগ করে ভালো পরিমাণ আর্থিক সুবিধা লাভ করতে পারবেন। এই স্কিমের বিশেষ বিষয় হল যে আপনি কোনও ঝুঁকি ছাড়াই অল্প পরিমাণে একটি বড় তহবিল জমা করতে পারেন।এমন পরিস্থিতিতে ধরুন আপনার বয়স ৩০ বছর এবং আপনি প্রতি মাসে এনপিএস অ্যাকাউন্টে ৫ হাজার টাকা জমা দেন। এইভাবে, আপনার বার্ষিক বিনিয়োগ ৬০ হাজার টাকা হবে। সেই অনুযায়ী ৩০ বছরে আপনার হাতে থাকবে ১৮ লক্ষ টাকা। কিন্তু এই প্ল্যানের আওতায় বিনিয়োগ করে আপনি পরিপক্কতার পরে মোট ১ কোটি ১৩ লক্ষ ৯৬ হাজার ৬২৭ টাকা পাবেন। সুদের পরিমাণ হবে ৯৫ লক্ষ ৯৬ লক্ষ ৬২৭ টাকা।Pension এনপিএসে আপনি ২ ধরনের অপশন পাবেন। যার মধ্যে প্রথম অপশন হচ্ছে আপনি একটি অ্যানুইটি প্ল্যানে সব টাকা রেখে পেনশনের সুবিধা নিতে পারবেন। দ্বিতীয় অপশনের আওতায় ৬০ শতাংশ টাকা উত্তোলন করতে পারবেন এবং অবশিষ্ট ৪০ শতাংশ অর্থ বার্ষিকী পরিকল্পনায় এবং অবসরের কিছু পরিমাণ অংশ বার্ষিকী পরিকল্পনায় বিনিয়োগ করতে হবে।এর মধ্যে গ্রাহক যদি ১,১৩,৯৬,৬২৭ টাকার ৪০ শতাংশ অর্থাৎ ৪৫,৫৮,৬৫০ টাকা বার্ষিকি দেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে আপনি একটু কম পেনশন পাবেন। এমন পরিস্থিতিতে ধরা যাক, এতে আপনি প্রায় ৭ থেকে ৮ শতাংশ বার্ষিক সুদ পাবেন। এর পরে, আপনার বার্ষিক পেনশন হবে ৩ লক্ষ ১৯ হাজার ১০৫ টাকা থেকে ৩ লক্ষ ৬৪ হাজার ৬৯২ টাকা অর্থাৎ মাসিক বেনিফিট ২৬ হাজার ৫৯২ টাকা থেকে ৩০ হাজার ৩৯১ টাকা।
About Author