আপনারা কি রেশন কার্ড আছে তাহলে রইলো এক অত্যন্ত জরুরী খবর। একটি গরীব ঘরে রেশন কার্ডের গুরুত্ব কি তা শুধুমাত্র সেই ঘরের মানুষই জানেন। গরীব মানুষদের সুবিধা দিতে কেন্দ্রীয় হোক বা রাজ্য সরকার…কিছু না কিছু পদক্ষেপ নিয়েই থাকে। আজ এই প্রতিবেদনের মাধ্যমে সরকারের তেমনই এক পদক্ষেপ সম্পর্কে জানতে পারবেন আপনি।
করোনাকালে দেখা গিয়েছিল, রেশন কার্ড রয়েছে এমন বহু মানুষকে চাল, গম, চিনি থেকে শুরু করে বহু জিনিস বিনামূল্যে দিতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় সরকারকে। তবে এখন আর করোনার দাপট নেই। তাও অনেকেই আছেন যারা বিনামূল্যে এতদিন রেশন পাচ্ছিলেন। তবে তাতেও উঠে এসেছে দুর্নীতির অভিযোগ। যাদের হয়তো বিনামূল্যে রেশনের প্রয়োজন নেই তারাও নাকি এই রেশন কার্ডের একপ্রকার অপব্যবহার করে বিনামূল্যে রেশন বাড়িতে তুলছিলেন। আর এই রমরমা রুখতেই বড় পদক্ষেপ নিল সরকার। আপনার কাছেও যদি রেশন কার্ড থাকে এবং উপরন্তু বিনামূল্যে রেশন গ্রহণ করে থাকেন তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। না জানলে বিপদ হতে পারে আপনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowখাদ্য ও সরবরাহ দফতরের তরফে রেশন কার্ড নিয়ে আমূল পরিবর্তন করা হয়েছে। দফতরের তরফে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আর এই তালিকা হল তাদের যারা রেশন কার্ডের অপব্যবহার করে বিনামূল্যে রেশনের সামগ্রী নিয়েছেন। এরই সঙ্গে খাদ্য দফতর একটি নিয়ম জারি করে সাফ জানিয়ে দিয়েছে, রেশন কার্ড হোল্ডারের যদি চার চাকা থাকে তবে তাকে রেশন কার্ডের জন্য যোগ্য নয় বলে বাতিল বাতিল করা হচ্ছে। ১০০ বর্গ মিটার বা তার বেশি এলাকা জুড়ে জমি, বাড়ি কি ফ্ল্যাট থাকলে তার রেশন কার্ড বাতিল হতে পারে। কারোর পরিবারের বার্ষিক আয় যদি ৩ লক্ষ টাকার বেশি হয় তবে তিনি রেশন কার্ডের জন্য যোগ্য নন।