রেজিস্ট্রেশন ছাড়া ভ্যাকসিন নয়, ভুয়ো ভ্যাক্সিনেশন কাণ্ডের পর সতর্ক কেন্দ্রীয় সরকার

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করে বলা হয়েছে যেন অনলাইন পোর্টালে অ্যাপ্লিকেশন ছাড়া কাউকে ভ্যাকসিন না দেওয়া হয়

Advertisement

Advertisement

এবার থেকে টিকাকরণ এর ক্ষেত্রে রেজিস্ট্রেশন একেবারে বাধ্যতামূলক করে দিল কেন্দ্রীয় সরকার। কিছুদিন আগে কসবায় ভুয়ো ভ্যাকসিনেষণ কাণ্ড নিয়ে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। সম্ভাবনা আছে হয়তো অন্যান্য জায়গাতেও এইভাবে ভ্যাক্সিনেশন চলছে। তাই এবারের ভ্যাক্সিনেশন নিয়ে কড়াকড়ি শুরু করল কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত দ্রুতগতিতে টিকাকরণ সম্পন্ন করার জন্য দেশজুড়ে টিকাকরণ এর ক্ষেত্রে রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে কিছুটা হলেও ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু এবারে করোনা টিকাকরনের ক্ষেত্রে অনলাইন পোর্টাল এবং কোভিড ভ্যাকসিন সংক্রান্ত অ্যাপের মাধ্যমে আবেদন জানাতে হবে বলে ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার।

Advertisement

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যদপ্তরের জারি করা একটি বিজ্ঞপ্তিতে এই ব্যাপারে সম্পূর্ণরূপে জানানো হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়ে দিয়েছে অনলাইন পোর্টাল ছাড়া কোনভাবেই যেন ভ্যাকসিন না দেওয়া হয়। কলকাতা পুলিশ জানিয়েছিল, শহরে যেখানে চাইবে সেখানেই এবার থেকে টিকা করন করা যাবে না। পুলিশ কমিশনার সৌমেন মিত্র শহরের সমস্ত জায়গায় এই নির্দেশ জারি করে দিয়েছিলেন। প্রত্যেকটি থানাকে ইমেইলের মাধ্যমে নির্দেশিকা দেওয়া হয়েছিল। তিনি জানিয়ে দিয়েছিলেন এবার থেকে ভ্যাকসিনেশন ক্যাম্প করার জন্য আগে থানা থেকে ছাড়পত্র নিতে হবে।

Advertisement

অন্যদিকে আবার করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ আসার আগে রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী ঘোষণা করে দিয়েছেন যেন যত তাড়াতাড়ি সম্ভব টিকা করন করা সম্ভব হয়। কনটেইনমেন্ট জোন এবং বস্তি গুলির উপর বিশেষ নজরদারি এবং এখানে টিকাকরণ এর উপর বেশি জোর দেওয়ার কথা উল্লেখ করেছেন এইচ কে দ্বিবেদী। তার মধ্যেই আবার পুলিশ আধিকারিকরা, এবং পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তর জারি করল নতুন নির্দেশিকা।

Advertisement

পুলিশ জানিয়ে দিয়েছে যেখানে যেখানে ক্যাম্প করা হবে, সেখানে স্থানীয় পুলিশ আধিকারিকরা পরিদর্শন করতে আসবেন। সংশ্লিষ্ট সংস্থার সমস্ত কাগজপত্র খতিয়ে দেখার পরেই টিকাকরণ নিয়ে ছাড়পত্র দেওয়া হবে। এছাড়াও পুলিশ কমিশনার জানিয়ে দিয়েছেন, টিকা আগে পরীক্ষা করা হবে তারপর ছাড়পত্র পাওয়া যাবে। এছাড়াও জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে যারা যারা টিকা দেবেন, তারা যেন সম্পূর্ণরূপে প্রশিক্ষণপ্রাপ্ত এবং অভিজ্ঞ স্বাস্থ্যকর্মী হন। প্রয়োজনে কলকাতা পুলিশ পৌরসভা এবং স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করবে এবং তাদের সঙ্গে সমন্বয় স্থাপন করে তবেই কোন একটি টিকাকরণ ক্যাম্পের আয়োজন করবে।