নিউজToday Trending Newsদেশ

সরকারের সিদ্ধান্তে এই মাস থেকেই বেতন বাড়তে পারে কর্মীদের

Advertisement
Advertisement

অক্টোবর মাসটি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য খুব ভালো হতে পারে। কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ এবং ফিটমেন্ট ফ্যাক্টর বাড়াতে চলেছে, যা উৎসবের মরসুমে কোনও বড় উপহারের চেয়ে কম হবে না। সরকার ডিএ ৪ শতাংশ বাড়াতে পারে, যার ফলে বেতনের বৃদ্ধি হবে অনেকটা। অন্যদিকে সরকার আনুষ্ঠানিকভাবে ডিএ বাড়ানোর তারিখ ঘোষণা না করলেও শিগগিরই তা ঘোষণা করা হবে বলে দাবি করছে গণমাধ্যমের প্রতিবেদনে।

Advertisement
Advertisement

নরেন্দ্র মোদী সরকার ডিএ প্রায় ৪ শতাংশ বাড়িয়ে দিতে পারে, যার পরে তা বেড়ে হবে ৪৬ শতাংশ। এর পরেই কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের মূল বেতন বাড়ানো সম্ভব বলে মনে করা হচ্ছে। যদি ডিএ ৪ শতাংশ বাড়ানো হয়, তাহলে মূল বেতন ২৫ হাজার টাকা এবং তারপরে মাসিক ১ হাজার টাকা বৃদ্ধি পেতে পারে। সে অনুযায়ী বার্ষিক বেতন ১২ হাজার টাকা বাড়ানো সম্ভব।

Advertisement

DA hike

Advertisement
Advertisement

ডিএ প্রতি বছর দু’বার বৃদ্ধি করা হয়, যার হার জানুয়ারী এবং জুলাই থেকে কার্যকর করা হয়। সর্বশেষ ২০২৩ সালের ১ জানুয়ারি মাসে ডিএ বাড়ানো হয়েছিল। এখন যদি ফের ডিএ বাড়ানো হয়, তাহলে ১ জুলাই থেকে এর হার কার্যকর করতে হবে।

ডিএ ছাড়াও কেন্দ্রীয় কর্মীদের জন্য ফিটমেন্ট ফ্যাক্টর বাড়তে চলেছে। ফিটমেন্ট ফ্যাক্টর ২.৬০ গুণ থেকে বাড়িয়ে ৩.০ গুণ করা যেতে পারে, যাতে কর্মচারীদের মূল বেতন আরও খানিকটা বাড়বে। এতে বিপুল সংখ্যক কর্মী উপকৃত হবেন। ২০১৬ সাল থেকে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়েছে সরকার। যার পরে সবাই এর জন্য অপেক্ষা করছে। খুব শিগগিরই সরকার একটি চমকপ্রদ সিদ্ধান্ত নিতে পারে।

Advertisement

Related Articles

Back to top button