Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দীপাবলীর আগেই কেন্দ্রীয় সরকার দেবে ৭৫ হাজার চাকরি, রোজগার মেলার মাধ্যমে হবে ১০ লাখ নিয়োগ

শনিবার ২২ অক্টোবর রোজগার মেলার সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ওই রোজগার মেলার মাধ্যমে মোট ১০ লক্ষ কর্মী নিয়োগ করা হবে…

Avatar

শনিবার ২২ অক্টোবর রোজগার মেলার সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ওই রোজগার মেলার মাধ্যমে মোট ১০ লক্ষ কর্মী নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের চাকরিতে। প্রাথমিকভাবে শনিবার ৭৫ হাজার জনের নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ৩৮ টি মন্ত্রক বা দফতরে নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ বি নন গেজেটেড এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হবে।

সেন্ট্রাল আর্মড ফোর্স পার্সোনেল, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, পিএ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, মাল্টি টাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে নিয়োগ পত্র দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রোজগার মেলার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিন ৭৫ হাজার জনকে নিয়োগপত্র দেওয়া হবে এবং সেই অনুষ্ঠান থেকেই তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি, স্টাফ সিলেকশন কমিশন এসএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবির মতো নিয়োগ কর্তৃপক্ষের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রক এবং দপ্তরে নিয়োগ করা হবে। অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই নিয়োগ প্রক্রিয়া চলবে এবং দ্রুত নিয়োগের জন্য পুরো প্রক্রিয়ার সরলীকরণ করা হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

About Author