Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

DOPT Guidelines: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সরকারের নতুন নির্দেশিকা, নতুন রুল না জানলেই পড়বেন বিপদে

মোদি সরকার ৩.০ আসার সঙ্গে সঙ্গেই সরকারি আধিকারিকদের নানা রকম সুবিধা দেওয়া শুরু করেছে। তবে তারই সাথে, চালু হয়েছে বেশ কিছু নতুন গাইডলাইন। এতদিন পর্যন্ত সরকারি বাবুরা কিন্তু মাঝেমধ্যেই দেরি…

Avatar

মোদি সরকার ৩.০ আসার সঙ্গে সঙ্গেই সরকারি আধিকারিকদের নানা রকম সুবিধা দেওয়া শুরু করেছে। তবে তারই সাথে, চালু হয়েছে বেশ কিছু নতুন গাইডলাইন। এতদিন পর্যন্ত সরকারি বাবুরা কিন্তু মাঝেমধ্যেই দেরি করে অফিসে আসতেন আবার তাড়াতাড়ি বাড়িতে চলে যেতেন। ভারতের বিভিন্ন রাজ্যে এই একই সমস্যা ছিল। তবে এবারে মোদি সরকারের তরফ থেকে কেন্দ্রীয় কর্মচারীদের এই মর্মে একটা কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মোদি সরকার জানিয়েছে, এবার থেকে কিন্তু যদি কোনো সরকারি কর্মচারী দেরি করে আসেন, তাহলে তাকে বড় জরিমানা দিতে হবে। কর্মী মন্ত্রণালয় DOPT নতুন আদেশ দিয়ে জানিয়েছে, সরকারি বাবুরা সর্বাধিক ১৫ মিনিট দেরি করে আসতে পারেন। এর থেকে বেশি দেরি হয়ে গেলে কিন্তু, আর পারমিশন পাওয়া যাবে না।

কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশ অনুসারে, এবারে সরকারি বাবুদের সকাল ৯:১৫ মিনিটের মধ্যে অফিসে পৌঁছাতে হবে। শুধু অফিসে পৌঁছে গেলেই হবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিষ্টারে সই করে তারপর ঢুকতে হবে। পাশাপাশি, কিছু কিছু অফিসে ইতিমধ্যেই বায়োমেট্রিক্স সিস্টেম চালু করা হয়েছে। এর ফলে কিন্তু সরকারি কর্মচারীরা কোনভাবেই অন্য সময় লিখতে পারবেন না। খাতায় যে সময় থাকবে, সেই একই সময় রেজিস্টার হয়ে যাবে বায়োমেট্রিক তথ্যে। সরকার আদেশ জারি করে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, এবার থেকে কিন্তু দেরি করে আসলে সরাসরি জরিমানা হবে চাকরির ক্ষেত্রে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে, যদি কোন সরকারি কর্মচারী ৯:১৫ এরপরে অফিসে প্রবেশ করেন, তাহলেই কিন্তু তাকে জরিমানা প্রদান করতে হবে। জরিমানা বিষয়টা একটু অন্যরকম। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ঐ কর্মীর হাফ ডে করে দেবে ওইদিনের জন্য। অর্থাৎ সেই সরকারি কর্মচারী, ঐদিন কিন্তু সারাদিন কাজ করবেন, তবে মাইনে পাবেন অর্ধেকদিনের। পাশাপাশি, যদি কোন কর্মচারী ছুটি নিতে চান, তাহলে সে ক্ষেত্রে তাকে আগে থেকে আবেদন করতে হবে। হঠাৎ করে ছুটি নিয়ে নিলে কিন্তু ছুটি দেওয়া হবে না সরকারের তরফ থেকে। আর এই পুরো বিষয়টার উপরে কেন্দ্রীয় সরকারের নজর থাকবে বলেই জানানো হয়েছে।

About Author