২০২৪ সাল শেষ হতে আর মাত্র সাত মাস বাকি আছে। বছরের বাকি মাসে সরকারি এবং বেসরকারি কর্মীরা কতটা ছুটি পাবেন এবং কখন ভ্রমণে যেতে পারবেন তা আগে থেকে আপনারা এখন ঠিক করতে পারছেন। ইতি মধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা ছুটির তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে সরকারের সমস্ত কর্মীদের জন্য। সমস্ত গেজেটেড ছুটির দিন, উদযাপন উৎসব এবং আঞ্চলিক উৎসব মাথায় রেখে একটি বড় ছুটির তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকায় বিভিন্ন ধরনের ছুটি আপনারা দেখতে পাবেন। ১৭ টি গেজেট ছুটির পাশাপাশি, ঐচ্ছিক ছুটি হিসেবে যেকোনো দুটি দিন আপনি বেছে নিতে পারেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই ছুটির তালিকা বিস্তারিতভাবে।
প্রথমে জেনে নিন গেজেটেড ছুটির তালিকা। আগামী ২৩ শে মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে থাকবে ছুটি, ১৬ বা ১৭ই জুন ঈদ-উল-আযহা উপলক্ষে ছুটি থাকবে, ১৭ ই জুলাই মহরম উপলক্ষে ছুটি থাকবে, ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস, ২৬ শে আগস্ট জন্মাষ্টমী, ১৫ অথবা ১৬ সেপ্টেম্বর আইডি জন্ম, ২ অক্টোবর গান্ধী জয়ন্তী, ১২ই অক্টোবর দশেরা, ৩১ শে অক্টোবর দিওয়ালি, ১১ ই নভেম্বর গুরু নানক জয়ন্তী এবং ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে ছুটি থাকবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএছাড়াও আপনারা যেকোনো দুদিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন। এর মধ্যে রয়েছে ৮ই জুলাই রথ উৎসব, ২৬ আগস্ট জন্মাষ্টমী, ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থী, ৫ থেকে ১৭ সেপ্টেম্বর ওনাম, ৩ থেকে ১২ অক্টোবর শারদীয়া নবরাত্রি, ২০ অথবা ২১ অক্টোবর করওয়া চৌথ এবং ৭ থেকে ১১ নভেম্বর ছট পূজা। এছাড়াও আপনারা বিভিন্ন ক্ষেত্রে এলাকাভিত্তিক ছুটি পাবেন। কিছু রাজ্যে আপনারা কয়েকটি বিশেষ দিনে পেয়ে যাবে ছুটি।