Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

DA বেড়ে হতে পারে ৪৬ শতাংশ, ৩১ মার্চের সন্ধায় সুখবর পেতে পারেন কেন্দ্রীয় কর্মীরা

DA বৃদ্ধি নিয়ে এখন সরগরম গোটা দেশ। একদিকে বাংলা সরকার মাত্র ৩ শতাংশ DA বৃদ্ধি করায় আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মচারীরা। অন্যদিকে, কেন্দ্র সরকার তাদের কর্মচারীদের জন্য ৪ শতাংশ DA…

Avatar

DA বৃদ্ধি নিয়ে এখন সরগরম গোটা দেশ। একদিকে বাংলা সরকার মাত্র ৩ শতাংশ DA বৃদ্ধি করায় আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মচারীরা। অন্যদিকে, কেন্দ্র সরকার তাদের কর্মচারীদের জন্য ৪ শতাংশ DA বৃদ্ধি করেছে। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের আগের ৩৮% DA বেড়ে হয়েছে ৪২%। এতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে বেশ খুশি সে নিয়ে কোনো সন্দেহ নেই। কেন্দ্র সরকারের এই DA বৃদ্ধির কারণে উপকৃত হয়েছেন ৪৭.৫৮ লাখ কর্মচারী ও ৬৯.৭৬ লাখ পেনশনভোগী। কেন্দ্রীয় কর্মচারীদের এই বর্ধিত DA ১ জানুয়ারি, ২০২৩ থেকে বলবৎ হয়েছে। এটি চলবে জুন পর্যন্ত। তারপর ১ জুলাই থেকে আবার বাড়বে DA।

সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে, প্রতি ৬ মাসে ডিএ সংশোধন করতে হবে। ২৪ মার্চ ২০২৩-এ, জানুয়ারী ২০২৩-এর জন্য মহার্ঘ ভাতা ৪% বৃদ্ধি করা হয়েছিল। এর ফলে কেন্দ্রীয় কর্মচারীদের মোট মহার্ঘ ভাতা এখন ৪২ শতাংশে পৌঁছেছে। এই বৃদ্ধি গত বছরের জুলাই-ডিসেম্বর ২০২২-এর CPI-IW ডেটার উপর ভিত্তি করে। এবার নতুন মহার্ঘ ভাতার হিসাব শুরু হয়েছে। এরপর নতুন বছরে বাড়ছে AICPI সূচক। পরে মার্চ, এপ্রিল, মে, জুনের CPI-IW সংখ্যাও আসতে চলেছে। এই ভিত্তিতে চূড়ান্ত ডিএ/ডিআর নির্ধারণ করা হবে। বিশেষজ্ঞদের মতে, যে গতিতে মূল্যস্ফীতি বাড়ছে, এর ফলে মহার্ঘ ভাতা বাড়বে আরও ৪%।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রতি মাসের শেষ তারিখে, শ্রম মন্ত্রকের শ্রম ব্যুরো AICPI-IW সংখ্যা জারি করে। এতে ব্যুরো অনেক আইটেমের তথ্য সংগ্রহ করে। এর ভিত্তিতে সূচক নম্বর নির্ধারণ করা হয়। এখন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সূচকটি কেমন হবে, তার সিদ্ধান্ত নেওয়া হবে ৩১ মার্চ। এই সংখ্যার ভিত্তিতে আরও গণনা করা হবে। আপাতত পরিসংখ্যানের ভিত্তিতে মনে করা হচ্ছে মহার্ঘ ভাতা ৪৫-৪৬ শতাংশে পৌঁছতে পারে মার্চের মধ্যেই।

About Author