Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৩ শতাংশ নয় এবং ৪ শতাংশ হারে বৃদ্ধি পাবে মহার্ঘভাতা, বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন

৩ শতাংশ নয় এক ধাক্কায় ৪ শতাংশ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। জি বিজনেস এর একটি প্রতিবেদনে এমনই জানানো হয়েছে আজ। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফ…

Avatar

৩ শতাংশ নয় এক ধাক্কায় ৪ শতাংশ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। জি বিজনেস এর একটি প্রতিবেদনে এমনই জানানো হয়েছে আজ। ওই প্রতিবেদনে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। বিষয়টি প্রায় নিশ্চিত বলা চলে। যদি এবারে চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পায় তাহলে এক ধাক্কায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দাঁড়াবে ৩৮ শতাংশ।

তবে কবে এই সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হবে তা এখনো পর্যন্ত প্রতিবেদনে জানানো হয়নি। বলা হয়েছে জুলাই মাস থেকে বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হতে চলেছে। তবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোন নিশ্চিত ঘোষণা আসেনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এক ধাক্কায় ৪ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি করা হয়, তাহলে কতটা বৃদ্ধি পাবে বেতন? মনে করা যাক কোন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেসিক স্যালারি যদি ১৮ হাজার টাকা হয়, তাহলে এখন মহার্ঘ ভাতা বাবদ ৩৪ শতাংশ করে তিনি প্রতি মাসে ৬১২০ টাকা পেয়ে থাকেন। যদি এবার মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ করা হয় তাহলে তিনি পাবেন ৬৮৪০ টাকা। অর্থাৎ এক ধাক্কায় মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে প্রতি মাসের ৭২০ টাকা করে।

সেই নিরিখে দেখতে গেলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন অনেকটাই বৃদ্ধি পাবে। তবে বিষয়টি নিয়ে সরকারিভাবে কোন মন্তব্য করা হয়নি। সংশ্লিষ্ট মহলের বক্তব্য মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত শিলমোহর পড়ার পরে আনুষ্ঠানিকভাবে মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করবে কেন্দ্র।

About Author